(প্রিয় টেক) গত ১ অক্টোবর ২০১২ তারিখে অ্যাসোসিয়েশন অফ
মোবাইল টেলিকম অপারেটর্স অফ বাংলাদেশ (অ্যামটব)-এর নতুন সেক্রেটারী
জেনারেল হিসেবে যোগ দিয়েছেন টি. আই. এম. নূরুল কবির। সম্প্রতি এই বিশিষ্ট
তথ্য প্রযুক্তিবিদ ইন্টারনেটের অন্যতম শীর্ষ ডোমেইন ডট অর্গের (.ORG) উপদেষ্টা পরিষদেরও সদস্য নির্বাচিত হয়েছেন।
নূরুল কবির দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় তথ্যপ্রযুক্তি খাতে অনেক
অবদান রেখেছেন। তিনি জাতিসংঘের ইন্টারনেট গভঃর্নেন্স ফোরামে, এবং
ডবলিও.এস.আই.এস (WSIS) ফোরামে ২০০৩ সাল থেকে কাজ করেন।
মি. কবির বিগত দুই দশক ধরে আইটি ম্যানেজম্যান্ট, বিজনেস কনসাল্টিং,
বিজনেস প্রসেস ইঞ্জিনীয়ারিং, এবং এন্টারপ্রাইজ ম্যানেজমেন্টের উপর নেতৃত্ব
দিয়ে আসছিলেন। তিনি স্পিনোভিশন লি.-এর কো-ফাউন্ডার এবং সিইও ছিলেন। তিনি
ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ (ডিসিসিআই), এবং বাংলাদেশ
অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফোরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সিনিয়ন
সভাপতি ছিলেন।
তিনি পলিসি অ্যাডভোকেসী, পাবলিক প্রাইভেট পার্টনাশীপ (পিপিপি), পাবলিক
প্রাইভেট ডায়ালগ (PPD) ইত্যাদি ক্ষেত্রে প্রচুর অবদান রাখেন, যা বাংলাদেশের
তথ্যপ্রযুক্তি উন্নয়নের জন্য দারুন ভূমিকা রাখে।
তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কম্পউটার বিজ্ঞান, বিজনেস স্ট্রাটিজি,
হিউম্যান রিসোর্স ডেভেলপম্যান্ট, ই-গভর্মেন্ট ইত্যাদি বিষয়ে পড়িয়ে থাকেন।
No comments:
Post a Comment