Archive for December 2010

এয়ারটেল... ভালবাসার টানে, পাশে আনে

আজ সোমবার বহুল আলোচিত সমালোচিত এয়ারটেল এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। সন্ধ্যা ছয়টা থেকে ওয়ারিদের নাম পরিবর্তন করে এয়ারটেলের যাত্রা শুরু হচ্ছে। এয়ারটেলের এক কর্মী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার এর আনুষ্ঠানিক যাত্রা শুরুর অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।

জাতীয় কয়েকটি দৈনিকে ভালবাসা সংক্রান্ত বিজ্ঞাপন এয়ারটেল প্রচার করছে। যদিও বিজ্ঞাপনটির শেষ এখনও প্রকাশ হয়নি তবে রাজধানীতে, ভালবাসা কাছে টানে এয়ারটেল, লেখার লিফলেট ছড়িয়ে দেওয়া হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশী বিনিয়োগকারী পিএসটিএন কোম্পানীর বরাদ্দকৃত ফ্রিকোয়েন্সি কমিয়ে এই একই ফ্রিকোয়েন্সি এয়ারটেলকে বরাদ্দ করা হয়েছে স্বল্প খরচে নেটওয়ার্ক সম্প্রসারণ করার জন্য। ২০০৫ সালে মধ্যপ্রচ্যের ধাবী গ্রুপের ওয়ারিদ বাংলাদেশের মোবাইল অপারেটরের লাইসেন্স পায়।

৫ কোটি ডলার বিনিময়ে পাওয়া এ লাইসেন্সের সময় ওয়ারিদকে তখন ১৫ মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি বরাদ্দ দেওয়া হয়, যার সবটাই ছিল ১৮০০ ব্যান্ডের। সংশ্লিষ্টরা জানান, নেটওয়ার্ক সম্প্রসারণ করতে ১৮০০ ব্যান্ডের তিনটি বেইস স্টেশন বসাতে হলে সেখানে ৮৫০ বা ৯০০ ব্যান্ডের ফ্রিকোয়েন্সির জন্য এক বেইস স্টেশন দিয়ে নেটওয়ার্ক সম্প্রসারণ করা সম্ভব। যার ফলে সম্প্রসারণ ব্যয় কম হয়।

মোবাইল অপারেটর ওয়ারিদ নাম বদলে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড নামে যাত্রা শুরু করল। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে এয়ারটেলকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। এয়ারটেলের বর্তমান স্লোগান, ‘ভালবাসার টানে, পাশে আনে’।
www.bd.airtel.com

ওয়ারিদ এখন এয়ারটেল

বাংলাদেশের ষষ্ঠ মোবাইল অপারেটর কোম্পানি ওয়ারিদ ১লা ডিসেম্বর থেকে এয়ারটেল নামে পরিবর্তিত হয়াছে।
তবে আপাতত এয়ারটেল ব্র্যান্ড তারা শুধু অভ্যন্তরীণ কাজে ব্যবহার করবে।
প্রসঙ্গত, এ বছরের ১২ জানুয়ারী ভারতী এয়ারটেল বাংলাদেশের ওয়ারিদ টেলিকমের ৭০% শেয়ার প্রায় ১ বিলিয়ন ডলারে অধিগ্রহণ করেছে বলে ঘোষণা দেয়। দক্ষিণ এশিয়ার মধ্যে এয়ারটেল ভারত ছাড়াও ইতিমধ্যে শ্রীলংকায় তাদের কার্যক্রম চালাচ্ছে।
এতোদিন ধরে ওয়ারিদ টেলিকম আবুধাবির ধাবি গ্রুপের একটি সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে বাংলাদেশের ৬৪ জেলায় প্রায় ২.৯ মিলিয়ন লোককে তাদের সেবা দিচ্ছে।
কিছুদিন আগে এয়ারটেল কোম্পানির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সুনীল ভারতী মিত্তাল তাদের এয়ারটেল এর নতুন লোগো উন্মোচন করেন যা যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের ডিজাইনকৃত।

- Copyright © 2013 telecom bd - Metrominimalist - Powered by Blogger - Designed by Johanes Djogan | Distributed by Rocking Templates -