গ্রামীণফোন সহ ৪ কোম্পানির বিদেশি ঋণ অনুমোদন

দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ৩৫ কোটি ৫০ লাখ ডলার বিদেশি ঋণ নিচ্ছে। গতকাল গ্রামীণফোনসহ বেসরকারি খাতের চারটি প্রতিষ্ঠানের অনুকূলে ৩৬ কোটি ৩০ লাখ ডলারের বিদেশি ঋণ অনুমোদন করেছে কেন্দ্রীয় ব্যাংক।

গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে বিদেশি ঋণ অনুমোদন সংক্রান্ত বাছাই কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় গ্রামীণফোনের ৩৫ কোটি ৫০ লাখ ডলার, দাদা (ঢাকা) লিমিটেডের নামে ৪০ লাখ ডলার, তামিসনা সিনথেটিক লিমিটেড ৩৬ লাখ ৭০ হাজার ডলার এবং মুন্ডিফার্মা (বাংলাদেশ) লিমিটেডের ৬১ হাজার ডলারের ঋণ অনুমোদন দেওয়া হয়েছে।

তিন মাস মেয়াদের এসব ঋণের সুদের হার হবে লন্ডন ইন্টার ব্যাংক (লাইবর) অফার রেট, যোগ ৪ শতাংশ।

সভায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বেসরকারি খাতের আরও বেশ কিছু প্রতিষ্ঠান বিদেশি ঋণ অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সেসব প্রতিষ্ঠানের তথ্য যাচাই শেষে তা বাছাই কমিটিতে পাঠানো হবে। এ ধরনের ঋণ অনুমোদন মুদ্রাবাজারে ডলারের দর স্থিতিশীল রাখতে সহায়তা করে। দেশের লেনদেনের ভারসাম্য ঠিক রাখতে অবদান রাখে। বেসরকারি খাতে বিনিয়োগের মাধ্যমে দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এই ঋণ বিশেষ ভূমিকা রাখে।

সৌজন্যে: সমকাল

No comments:

Post a Comment