তৃতীয় প্রান্তিকে বাংলালিংকের আয়-গ্রাহক-আরপিইউ সবই বেড়েছে

(প্রিয় টেক) গত বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই থেকে সেপ্টেম্বর) তুলনায় এ বছরে একই সময়ে দেশের দ্বিতীয় গ্রাহক সেরা মোবাইল ফোন অপারেটর বাংলালিংক ২২ দশমিক ৯ শতাংশ বেশী আয় করেছে। একই সময়ের হিসেবে তাদের গ্রাহক বৃদ্ধি পেয়েছে ২১ শতাংশ। একই সময়ে তাদের গ্রাহক প্রতি আয়ও (আরপিইউ) বৃদ্ধি পেয়েছে। চলতি সপ্তাহে প্রকাশিত তৃতীয় প্রান্তিকের হিসেবে এসব তথ্য পাওয়া গেছে।

মিসর ভিত্তিক কোম্পানি ওরাসকম টেলিকম হোল্ডিংয়ের ওয়েব সাইটে রয়েছে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য। তাতে বলা হয়েছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে তারে আয় হয়েছে ১১৮০ কোটি টাকা। সেপ্টেম্বরের শেষে বাংলাদেশের তাদের নেটওয়ার্কের গ্রাহক রয়েছে ২ কোটি ৬৭ লাখ ৬০ হাজার। তবে উচ্চ গ্রাহক বৃদ্ধির কারণে সিম ট্যাক্স হিসেবে তাদেরকে কিছুটা বাড়তি খরচ করতে হয়েছে।
তাছাড়া প্রতি মাসে গ্রাহক প্রতি আয় দাঁড়িয়েছে ১৪৯ টাকা। আগের বছরের একই সময়ের তুলনায় যা ১ দশমিক ৪ শতাংশ বেশী।
তবে ওরাসকম হোল্ডিংয়ের ওয়েব সাইটে প্রকাশিত এসব তথ্য সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি স্থানীয় কোনো বাংলালিংক প্রতিনিধি। তাছাড়া ঢাকা থেকে এখনো পর্যন্ত বাংলালিংক কর্তৃপক্ষ তাদের কোনো হিসেব প্রকাশ করেনি।

No comments:

Post a Comment