Hello, Fans! Habib ft Nancy announcing the launch of their new album "Rong" EXCLUSIVELY on Banglalink Music Station 5858! To listen all songs, simply dial 5858 & enter channel number 7.

Subscription Fee: TK12.50/15days.
IVR Browsing Fee: TK0.25/min.

VAT apply | Conditions apply.

RBT Code RBT Name RBT Singer
54412 বিরহী পূর্ণিমা
Birohi Purnima
ন্যান্সি
Nancy
54415 ঝরা পাতা
Jhora Pata
ন্যান্সি ও হাবিব
Nancy & Habib
54419 মেঘ মাদল
Megh Madol
ন্যান্সি
Nancy
54420 বন্ধুর লাগিয়া
Bondhur Lagiya
ন্যান্সি
Nancy
54413 ডুবেছি
Dubechi
ন্যান্সি ও মিঠুন
Nancy & Mithun
54416 ঝর্ণা পাহাড় নদী
Jhorna Pahar Nodi
ন্যান্সি
Nancy
54421 পাশে তুমি নেই
Pashe Tumi Nei
ন্যান্সি
Nancy
54414 ইচ্ছে
Icche
ন্যান্সি
Nancy
54417 মায়া
Maya
ন্যান্সি
Nancy
মোবাইল ফোন প্রতিষ্ঠান বাংলালিংক গ্রাহকরা আজ থেকে বাংলালিংক মিউজিক স্টেশনে শুনতে পাবেন হাবিব ওয়াহিদের সুর ও সঙ্গীতে কণ্ঠশিল্পী ন্যান্সির নতুন একক অ্যালবাম 'রঙ'-এর গানগুলো। এটি ন্যান্সির দ্বিতীয় একক। তার প্রথম একক 'ভালোবাসা অধরা' প্রকাশ হয় ২০০৯ সালে। গতকাল রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় মোবাইল ফোনে 'রঙ'-এর প্রকাশনার খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয় এক সংবাদ সম্মেলনে। উপস্থিত ছিলেন শিল্পী হাবিব ওয়াহিদ, ন্যান্সি, বাংলালিংকের হেড অব পিআর অ্যান্ড কমিউনিকেশন, শারফুদ্দিন আহমেদ চৌধুরী, হেড অব মার্কেটিং ডিভিশনের এম-কমার্স, হাই ভ্যালু অ্যান্ড ভ্যালু অ্যাডেড সার্ভিসেসের (ভিএএস) সোলায়মান আলমসহ আরও অনেকে। বাংলালিংক এ বিশেষ সুযোগ এনে দেওয়ায় গ্রাহকরা অ্যালবামটি
বাজার রিলিজ হওয়ার এক মাস আগেই বাংলালিংক মিউজিক স্টেশন ৫৮৫৮-এ ডায়াল করে আজ থেকেই শুনতে পারবেন হাবিবের সঙ্গীতে ন্যান্সির 'রঙ'। ৯টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এতে 'ঝরাপাতা' শিরোনামের একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ও ন্যান্সি।
অ্যালবামের নাম 'রঙ' রাখা প্রসঙ্গে হাবিব বলেন, "রঙ নানা রকমের হয়ে থাকে। একটির সঙ্গে আরেকটির মিল পাওয়া যায় না। আমার কাছে মনে হয়, এ অ্যালবামের গানগুলোও তেমন বিভিন্ন রঙ দিয়ে সাজানো হয়েছে। তাই অ্যালবামের নাম রেখেছি 'রঙ'।"
নতুন অ্যালবাম প্রসঙ্গে ন্যান্সি বলেন, মোবাইল ফোন এখন বিনোদনের অন্যতম মাধ্যম। তাই banglalink  মাধ্যমে আমার নতুন একক অ্যালবামের গানগুলো শ্রোতাদের হাতে তুলে দিলাম। আশা করছি, শ্রোতারা গানগুলো উপভোগ করবেন।'
ন্যান্সির 'রঙ' অ্যালবাম প্রসঙ্গে বাংলালিংকের হেড অব পিআর অ্যান্ড কমিউনিকেশন শারফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, "বাংলালিংক বহুল প্রত্যাশিত অ্যালবাম 'রঙ' প্রকাশের সঙ্গী হতে পেরে দারুণ গর্বিত। আমাদের কোটি কোটি গ্রাহককে আমরা বাংলালিংক মিউজিক স্টেশন ৫৮৫৮ থেকে ন্যান্সির সুরেলা গানগুলো উপভোগ করার আমন্ত্রণ জানাই।"

- Copyright © 2013 telecom bd - Metrominimalist - Powered by Blogger - Designed by Johanes Djogan | Distributed by Rocking Templates -