- Back to Home »
- grameen phone , report »
- ২০১১ সালের জানুয়ারি-মার্চ পর্যন্ত গ্রামীণফোনের আয় ২০৬৭ কোটি টাকা
ফয়সাল সায়েম রিয়াদঃ দেশের বৃহত্তম মোবাইল অপারেটর প্রতিষ্ঠান ‘গ্রামীণফোন লিমিটেড’ ২০১১ সালের জানুয়ারি-মার্চ পর্যন্ত ২,০৬৭ কোটি টাকা রাজস্ব আয় করেছে। গত বছরের একই সময়ের তুলনায় ৩৬৩ কোটি টাকা বেশি। অন্য দিকে গ্রাহকসংখ্যা ২০ লাখ বেড়েছে। ফলে গ্রাহক সংখ্যা পৌঁছেছে ৩ কোটি ২০ লাখের কাছাকাছি। যা দেশের মোট গ্রাহকের শতকরা ৪৩ দশমিক ৮ ভাগ।সোমবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে ‘গ্রামীণফোনের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন’ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান অর্থ কর্মকর্তা রায়হান শামসি। গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ভয়েস, ডাটা ও আন্তসংযোগ ট্রাফিকের আয় এবং হ্যান্ডসেট বিক্রির আয় বৃদ্ধির কারণে প্রতিষ্ঠানের আয় বেড়েছে বলে জানিয়েছেন শামসি। তিনি বলেন, ২০১০ সালের শেষ তিন মাসের চেয়েও এই আয় ১০৯ কোটি বেশি। ২০১১ এর শুরুতেই নেটওয়ার্কের আধুনিকায়ন এবং ধারণক্ষমতা বাড়াতে বিনিয়োগ করা হয়েছে ২০৬ কোটি টাকা। তিনি জানান, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত গ্রামীণফোন মোট ১৬ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছে এবং সরকারি কোষাগারে বিভিন্ন ধরনের কর হিসাবে জমা দিয়েছে ১৯ হাজার ৪৪৬ কোটি টাকা। গ্রামীনফোন কমিউনিকেশন বিভাগের প্রধান কাজী মনিরুল কবীর জানান, কয়েক মাস ধরে তারা নেটওয়ার্কের আধুনিকায়নের কাজ করছে। এতে করে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। বিটিআরসি’র দ্বিতীয় প্রজন্মের (২জি) মোবাইল ফোন লাইসেন্স নবায়ন নীতিমালা নিয়ে ৪টি মোবাইল কোম্পানির আলোচনা হচ্ছে জানিয়ে শামসি বলেন, আমাদের বিশ্বাস টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আমাদের কথা শুনবেন এবং এ দেশের সাধারণ মানুষের স্বার্থকে সংরক্ষণ করে বিনিয়োগবান্ধব নীতিমালা প্রণয়ন করবে।’
এখান থেকে নেয়া
Post a Comment