- Back to Home »
- report »
- বিটিআরসি’র এখতিয়ার নিয়ে প্রশ্ন সংসদীয় কমিটির
বেসরকারি মোবাইল ফোন অপারেটরদের আয়-ব্যয়ের হিসাব যাচাইয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে টেলিকম আইন অনুযায়ী এ ধরনের হিসাব যাচাই এবং এটা করতে অডিটর নিয়োগ করার এখতিয়ার রয়েছে কিনা তা-ও জানতে চাওয়া হয়। বৈঠকে বিটিআরসি’র আওতাধীন প্রতিষ্ঠানগুলোর হিসাব যাচাই করতে একটি সুনির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ করা এবং আর্থিক শৃঙ্খলা ঠিক রাখতে সতর্কতার সঙ্গে প্রতি বছর মোবাইল অপারেটরদের হিসাব যাচাই-বাছাইয়ের সুপারিশ করা হয়। এছাড়া, এ ব্যাপারে টার্মস অ্যান্ড কন্ডিশন কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের পরামর্শ দেয়া হয়। আগামী নভেম্বরের মধ্যে মোবাইল অপারেটরদের লাইসেন্স নবায়নের সঙ্গে কোম্পানির হিসাব-নিকাশের কোন সম্পর্ক না রাখারও পরামর্শ দেয়া হয় কমিটির পক্ষ থেকে। কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম বাবু, খালিদ মাহ্মুদ চৌধুরী ও মোয়াজ্জেম হোসেন রতন। বৈঠক শেষে কমিটির সভাপতি হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, কমিটি মনে করে বিটিআরসি’র আওতাধীন প্রতিষ্ঠানগুলোর হিসাব যাচাইয়ের ব্যাপারে একটি সুনির্দিষ্ট পদ্ধতি থাকা দরকার। গ্রামীণ ফোনের সঙ্গে বিটিআরসি’র যে বিষয়ে দ্বন্দ্ব চলছে তা কারওই কাম্য নয়। তাই নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোন পদ্ধতিতে নজরদারি করবে তার সুনির্দিষ্ট ব্যাখ্যা থাকা দরকার। বৈঠকে ২০১২ সালের আগেই যাতে থ্রিজি লাইসেন্স চালু করা সম্ভব হয় সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া, সাবমেরিন ক্যাবলের আপগ্রেডেশন-৩ প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে ক্যাপাসিটি বাড়ানোর ব্যবস্থা করায় সন্তোষ প্রকাশ করা হয়। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে ১ম ফেজ আপগ্রেড এবং মে-২০১২ এর মধ্যে আপগ্রেড প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশের মোট ব্যান্ডউইড্থ ক্যাপাসিটি বর্তমানের ৪৪ দশমিক ৬ জিবিপিসি থেকে বাড়িয়ে ১৬০ জিবিপিসিতে উন্নীত করা এবং এর কিছু অংশ ভাড়া দিয়ে অর্থ উপার্জনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। বৈঠকে বিসিএস (টেলিকম) ক্যাডারের কর্মকর্তাদের সরকারি চাকরির শর্ত অক্ষুণ্ন রেখে আগামী ৬ মাসের মধ্যে ডিপার্টমেন্ট অব টেলিকম গঠনের সুপারিশ করা হয়।