- Back to Home »
- robi »
- Robi "Ebar Hobei" (এবার হবেই)
Great things happen when people come together, and therefore, Robi – a Bangladeshi brand – believes and salutes this power of communities, where individuals drive growth and development. We all belong to some community or the other… and therefore, our aspirations, well being, and identities are largely dependent on the development of our own communities.
To commemorate the social bonding and the sense-of-belongingness of common Bangladeshis, Robi has brought a slew of innovative product and services for the people who want to share their joy of togetherness and also pay tribute to the community that they belong to.
The ‘Ebar Hobei’ campaign presents Robi as a digital platform for building communities, where millions can seamlessly interact and form groups. Through the use of cutting edge technology, Robi is translating its core brand values into actions, which makes Robi stand out from others in the market.
Robi, being a pioneer in providing digital services through partners like bKash, is launching this campaign to inspire the people of Bangladesh to see beyond the traditional use of mobile technology and how it can help unleash the power within individuals to bring about a change. Using digital services, common people can come together and do wonders for their communities. And Robi will stand by them to support them in this community development movement.
Robi users will be able to support any initiative within their own locality, which can be diverse or unique in nature. For example, to build a mosque, temple, school, medical center, library, or even a sports club – their collective effort will help materializing the project. A nation is an amalgamation of so many small communities, and therefore, collective efforts in improving those communities can lead towards a greater progress of the nation as a whole.
This is just the beginning of a movement. This campaign will reposition Robi ahead of competition, not only in terms of thought leadership but also a people’s champion.
মানুষ যখন একত্রিত হয়, তখন অনেক বড় কাজ সম্ভব। বাংলাদেশের একটি ব্র্যান্ড রবি মানুষের এই সামষ্টিক শক্তিকে বিশ্বাস করে ও একে সম্মান দেখায়। সামষ্টিক শক্তিই প্রবৃদ্ধি আর উন্নয়ন বয়ে আনে। আমরা কোন না কোন সমাজের নাগরিক...কাজেই, আমাদের প্রত্যাশা, মঙ্গল, আমাদের পরিচয় এ সবই আমাদের স্ব-স্ব সমাজের উন্নয়নের সাথে বিরাটভাবে সংশ্লিষ্ট।
বাংলাদেশের সাধারণ মানুষের সামাজিক বন্ধন আর নৈকট্য বোধকে স্মরণ করে রবি দেশের মানুষের জন্যে নতুন নতুন অনেক পণ্য ও সেবা নিয়ে এসেছে। এসব পণ্য ও সেবার মাধ্যমে মানুষ তাদের একাত্মতার আনন্দকে ভাগ করে নিতে পারে এবং তাদের নিজস্ব সমাজের জন্যে আরো সম্মান বয়ে আনতে পারে।
সমাজ গঠনের ক্ষেত্রে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে রবি ‘এবার হবেই’ নামে একটি অভিযান চালু করেছে, যেখানে লাখ লাখ মানুষ একে অপরের সাথে সংযুক্ত হতে পারে ও দলভূক্ত হতে পারবে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে রবি তার ব্র্যান্ডের গভীর মূল্যবোধকে কাজে রূপান্তর করছে। রবি’র এই উদ্যোগ বাজারে অন্যদের তুলনায় রবি’কে সামনে এগিয়ে দিয়েছে।
বিকাশের মত পার্টনারদের সহায়তায় ডিজিটাল সেবা দেওয়ার ক্ষেত্রে রবি অগ্রণী ভূমিকা পালন করছে। এই অভিযানের সাহায্যে মোবাইল প্রযুক্তির গতানুগতিক ব্যবহারের বাইরে দৃষ্টি দেওয়ার জন্যে রবি বাংলাদেশের মানুষদের উৎসাহিত করছে। একটা পরিবর্তন আনার ক্ষেত্রে এই অভিযান মানুষের ভেতরের শক্তিকে জাগ্রত করবে। ডিজিটাল সেবা ব্যবহার করে সাধারণ মানুষ একত্রিত হতে পারে, এবং সমাজের জন্যে উন্নয়ন বয়ে আনতে পারে; আর সামাজিক উন্নয়নে মানুষের কর্মকান্ডের সাথে রবি সবসময়ই থাকবে ।
রবি গ্রাহকগণ তাদের অঞ্চলে গৃহীত কোন বৈচিত্র্যময় ও অনন্য উদ্যোগকে সহায়তা করতে পারবে। ধরা যাক, সমাজের মানুষ কোন মসজিদ, মন্দির, বিদ্যালয়, চিকিৎসা কেন্দ্র, পাঠাগার কিংবা কোন স্পোর্টস্ ক্লাব প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, এসব কাজে রবি গ্রাহকগণ সহায়তা করতে পারে। ছোট ছোট অনেক সমাজের সমন্বয়েই একটি জাতি গঠিত; কাজেই, এসব সমাজের সামষ্টিক উদ্যোগ গোটা জাতির জন্যে একটি বৃহৎ কল্যাণ বয়ে আনতে পারে।
এটি কেবল একটি আন্দোলনের সূচনা করছে। এই অভিযান রবি’র অবস্থানকে বাজারে কেবল নেতৃত্বের ক্ষেত্রেই নয়, বরং জনপ্রিয়তার দিক থেকেও আরো এগিয়ে দেবে।