Archive for November 2010

গ্রামীণফোনের গ্রাহক কমেছে

hawker.com.bd [ ] 2010-11-25
দেশে মোবাইল গ্রাহক বৃদ্ধির হার হঠাৎ করে কমে গেছে। এতে মোবাইল খাতের বিকাশ কিছুটা হোঁচট খেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরিসংখ্যান অনুযায়ী, গত মে থেকে সেপ্টেম্বর প্রতি মাসে দেশে ১৬ থেকে ২০ লাখ নতুন মোবাইল গ্রাহক তৈরি হয়েছে। আর গত অক্টোবরে ওই সংখ্যা নেমে এসেছে ৪ লাখ ২৩ হাজারে। ওই মাসে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের গ্রাহক বাড়ার বদলে উল্টো কমেছে দেড় লাখের বেশি। গ্রাহক তৈরির বিষয়ে সরকার কড়াকড়ি আরোপ করায় গ্রাহক বৃদ্ধি হঠাৎ কমে গেছে বলে মনে করছে মোবাইল অপারেটর কর্মকর্তারা।
গত কয়েক মাসে দেশে মোবাইল গ্রাহক বৃদ্ধির সংখ্যা পর্যালোচনায় দেখা যায়, এ বছরের মে মাসে ২০ লাখ নতুন গ্রাহক পায় দেশের ছয়টি মোবাইল অপারেটর। জুনে নতুন গ্রাহক যোগ হয় আরও ১৬ লাখ ২০ হাজার। জুলাইয়ে যোগ হয় ১৮ লাখ ৬৫ হাজার। আগস্ট এবং সেপ্টেম্বরে গ্রাহক বৃদ্ধির সংখ্যা ছিল যথাক্রমে ১৬ লাখ ২১ হাজার ও ১৬ লাখ ৭৬ হাজার। কিন্তু গত অক্টোবরে হঠাৎ গ্রাহক বৃদ্ধির হার কমে আসে ৪ লাখ ২৩ হাজারে। মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটবের সাধারণ সম্পাদক আবু সাইদ খান এর কারণ সম্পর্কে সমকালকে বলেন, 'এটি সরকারের বিধিনিষেধের অনিবার্য পরিণতি। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই।' তিনি বলেন, 'অক্টোবর থেকে নতুন সিম বিক্রির ক্ষেত্রে সরকার কড়াকড়ি আরোপ করেছে। গ্রাহক কমার বিষয়টি তারই পরিণতি।'
অ্যামটব সম্পাদক বলেন, 'এর ফলে শুধু অপারেটরদের ক্ষতি হবে_ এমন ভাবার কোনো সুযোগ নেই। সিম বিক্রি এবং এর ব্যবহারের ফলে সরকারের যে আয় তাতেও এর প্রভাব পড়বে।' এ খাত থেকে সরকারের রাজস্ব আয় অনেক কমে যাবে বলেও দাবি করেন তিনি।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে জানা যায়, অক্টোবর শেষে দেশে মোবাইল গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৫৫ লাখ ৬৫ হাজারে। ওই মাসে গ্রামীণফোনের গ্রাহক কমেছে ১ লাখ ৬৭ হাজার। তবে অন্য পাঁচ অপারেটর সিটিসেল, রবি, বাংলালিংক, ওয়ারিদ ও টেলিটকের গ্রাহক কিছু করে বেড়েছে। গ্রাহক কমার পর গ্রামীণফোনের মোট গ্রাহক সংখ্যা হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৮৭ হাজার।
এর আগে ২০০৯ সালের আগস্টে একবার গ্রামীণফোনের গ্রাহক ২০ হাজার এবং জুলাইয়ে ১০ হাজার কমেছিল। বিটিআরসির নিয়ম অনুযায়ী কোনো সিম টানা তিন মাস বন্ধ থাকলে অপারেটরের হিসাবের তালিকা থেকে তা বাদ পড়ে। সে কারণে নতুন সিম বিক্রি হওয়ার পরও কোনো কোনো অপারেটরের গ্রাহক আগের তুলনায় কমে যেতে পারে।
গ্রাহক কমে যাওয়া প্রসঙ্গে গ্রামীণফোনের প্রধান তথ্য কর্মকর্তা কাজী মনিরুল কবীর বলেন, 'প্রায় তিন কোটি গ্রাহকের একটি অপারেটরের জন্য দশমিক শূন্য ৫ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি কোনো সমস্যা নয়। অক্টোবরে ক্যাম্পেইন কয়েক দিন বন্ধ ছিল সে কারণে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে সামনে গ্রামীণফোন এটি কাটিয়ে উঠবে।'
গত অক্টোবর শেষে সবচেয়ে বেশি ৩ লাখ ১ হাজার নতুন গ্রাহক পেয়েছে দ্বিতীয় সেরা অপারেটর বাংলালিংক। এতে তার গ্রাহক হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৮ হাজার। একই সময় নতুন ১ লাখ ৩৮ হাজার গ্রাহক পেয়েছে রবি। রবির গ্রাহক দাঁড়িয়েছে ১ কোটি ১৮ লাখ ৪৫ হাজার। অক্টোবরে অন্য তিন অপারেটরের মধ্যে ওয়ারিদ, টেলিটক এবং সিটিসেল যথাক্রমে ৮৫ হাজার, ৪১ হাজার এবং ২৬ হাজার নতুন গ্রাহক পেয়েছে। ওয়ারিদের গ্রাহক দাঁড়িয়েছে ৩৬ লাখ ৬৬ হাজার, টেলিটকের ১২ লাখ ২৪ হাজার এবং সিটিসেলের ১৯ লাখ ৩৩ হাজার।

- Copyright © 2013 telecom bd - Metrominimalist - Powered by Blogger - Designed by Johanes Djogan | Distributed by Rocking Templates -