Archive for September 2012

রোমিং এর মাধ্যমে থ্রিজি সেবা দিতে নিষেধ করলো ভারত সরকার

(প্রিয় টেক) ভারতের সরকার অবিলম্বে দেশের মোবাইল পরিচালক প্রতিষ্ঠানদেরকে রোমিংয়ের মাধ্যমে তৃতীয় প্রজন্মের ডাটা সেবা প্রদান করা বন্ধ করার নির্দেশ দিয়েছে। মোবাইল পরিচালকগণ নিজের গ্রাহকদের কাছে থ্রিজি সেবাটি নিরবিচ্ছিন্নভাবে পৌঁছে দেবার লক্ষ্যে নিজের এলাকার বাইরে রোমিং চুক্তির মাধ্যমে এ সেবা প্রদান করে আসছিল। কিন্তু শুক্রবার টেলিযোগাযোগ বিভাগের সচিব এক চিঠির মাধ্যমে এই সুবিধা প্রদান করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। যার ফলে এই ক্ষেত্রে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে।
ভারত বর্তমানে ব্যবহারকারী হিসেবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিযোগাযোগ বাজার হিসেবে পরিচিত হওয়া সত্ত্বেও নিয়ন্ত্রক নীতির কারণে এই খাতে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। যার মাঝে ২০০৮ সালের লাইসেন্স বিতরণে কেলেঙ্কারির কারণে আদালত কর্তৃক ১২১ টি টুজি লাইসেন্স বাতিল এর নির্দেশ অন্যতম। এই নভেম্বরে এই প্রতিষ্ঠানগুলোকে আবারো নিলামের মাধ্যমে তরঙ্গ ক্রয় করতে হবে।
ভারত সরকার গত ডিসেম্বরে মোবাইল পরিচালকদেরকে লাইসেন্স প্রাপ্ত অঞ্চলের বাইরে তৃতীয় প্রজন্মের ডাটা সেবা প্রদান করাকে অবৈধ বলে ঘোষণা করে। আর ঐ নির্দেশের প্রেক্ষিতে নতুন এই সিদ্ধান্তটি নেয়া হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। মোবাইল পরিচালকগণ ডিসেম্বরের সিদ্ধান্তের ব্যাপারে টেলিকম বিবাদ মীমাংসা এবং আপিল ট্রাইব্যুনাল (টিডিএসএট) এ সরকারকে চ্যালেঞ্জ করে। ট্রাইব্যুনাল জুলাই মাসে বিভক্ত রায় প্রদান করে।
গত শুক্রবার টেলিযোগাযোগ বিভাগ থেকে কারণ দর্শানোর নোটিশের পাশাপাশি চুক্তির মাধ্যমে তৃতীয় প্রজন্মের ডাটা সেবা বন্ধ করার নির্দেশ প্রদান করে।
চিঠিতে আইন ভঙ্গের কারণে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না সে ব্যাপারে জবাব দেবার জন্য ৬০ দিন সময় দিলেও সেবাটি এখনই বন্ধ করে দেবার নির্দেশ দেয়া হয়েছে এবং তিনদিনের মধ্যে নির্দেশ পালিত হয়েছে বলে সরকারকে জানানোর নির্দেশ দেয়া হয়েছে।
বর্তমানে ভারতী এয়ারটেল, ভোডাফোন ভারত এবং আইডিয়া সেলুলার রোমিং চুক্তির মাধ্যমে নিজের এলাকার বাইরে গ্রাহকদেরকে থ্রিজি সুবিধা প্রদান করছে। এ ব্যাপারে ভারতী এবং ভোডাফোন কোন মন্তব্য করতে রাজি হয় নি।
বর্তমানে দেশটিতে বিএসএনএল ছাড়া আর কোন কোম্পানি সমগ্র দেশে থ্রিজি সেবা দেবার অনুমতি ক্রয় করেনি বলে জানিয়েছে এনগ্যাজেট।

রাষ্ট্রপতির সঙ্গে ভিডিও কল করে থ্রি জি’র উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী

(প্রিয় টেক) রাষ্ট্রপতির সঙ্গে ভিডিও কল করে টেলিটকের তৃতীয় প্রজন্মে (থ্রি জি) প্রযুক্তির উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৪ অক্টোবর দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে ভিডিও কল করবেন তিনি। পরপরই প্রধানমন্ত্রী ভিডিও কলে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ. আ. ম. স. আরেফিন সিদ্দিকী। তাছাড়া প্রধানমন্ত্রী নিজের ছাত্রী জীবনের স্কুল আজিমপুর গার্লস স্কুলের মেয়েদের সঙ্গেও তিনি ভিডিও কলের মাধ্যমে আলাপ করবেন।
থ্রি জি’র উদ্ভোধনের এই হচ্ছে আপাত প্রস্তুতি। টেলিযোগাযোগ দফায় দফায় বৈঠক করে এক ঘন্টার অনুষ্ঠানের এই আয়োজন সাজিয়েছে। ওই দিনের অনুষ্ঠানে যাতে সর্বোচ্চ সংখ্যক তরুনের সমাবেশ ঘটে সে বিষয়ে নজর রাখা হয়েছে। সে জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটসহ রাজধানীর অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকেও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে টেলিযোগাযোগ মন্ত্রনালয় থেকে শিক্ষা মন্ত্রনালয়কে চিঠিও দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রনালয় এ বিষয়টি নিশ্চিত করবে।
উদ্ভোধনী অনুষ্ঠানে ই-এডুকেশন বা ই-লার্নিং এবং ই-মেডিসিনের আরো কিছু ডেমোনেস্ট্রেশন প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হবে বলেও জানিয়েছে সূত্র।

এদিকে গত দেড় বছরের প্রস্তুতিতে থ্রি জি’র উদ্ভোধনের পর্যায়ে এসেছে টেলিটক। রাষ্ট্রয়াত্ত্ব অপারেটরটি প্রথম দফায় তিন লাখ থ্রি জি সিম বাজারে দেওয়ার প্রস্তুতি নিয়েছে। এখন কেবল ঢাকা এবং ঢাকার পাশ্ববর্তী এলাকায় থ্রি জি সেবা দিতে পারবে তারা। ডিসেম্বর নাগাদ তারা চট্টগ্রাম এবং পরে জানুয়ারিতে সিলেটেও এর বিস্তার ঘটাবে।

দ্বিতীয় প্রান্তিকে রবির রাজস্ব ৯৬২ কোটি ৭০ লাখ টাকা



(প্রিয় টেক) মুনাফা হলেও বিনিয়োগের তুলনায় তা এখনো অনেক কম বলে মনে করছে মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। বছরের প্রথমার্ধে ২২৮ কোটি টাকা বিনিয়োগের বিপরীতে প্রতিষ্ঠানটির মুনাফা এসেছে ৩৫ কোটি ৫০ লাখ টাকা।



গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে রবির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মাহাতাবউদ্দিন আহমেদ, প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) প্রদীপ শ্রীবাস্তবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন) ৯৬২ কোটি ৭০ লাখ টাকার রাজস্ব আয় করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ২ শতাংশ বেশি। প্রতিষ্ঠানটি দ্বিতীয় প্রান্তিকে সরকারি কোষাগারে জমা দিয়েছে ৩ হাজার ৯৩২ মিলিয়ন টাকা। প্রধান অর্থ কর্মকর্তা মাহতাবউদ্দিন আহমেদ বলেন চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি থেকে মার্চ) তুলনায় দ্বিতীয় প্রান্তিকে রাজস্ব আয় বেড়েছে ৭ দশমিক ৭ শতাংশ। এটি গত বছরের একই প্রান্তিকের তুলনায় ২৬ শতাংশ বেশি।

দ্বিতীয় প্রান্তিকের অর্থনৈতিক প্রতিবেদন তুলে ধরে মাহতাবউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সুদ, কর, অবচয় এবং ঋণের পরিশোধিত কিস্তি (ইন্টারেস্ট, ট্যাক্সেস, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামরটাইজেশন-ইবিআইটিডিএ) বাদে ৩২৪ কোটি ৪০ লাখ টাকা আয় করেছি। রবি এ প্রান্তিকে নেটওয়ার্কের সক্ষমতা ও কভারেজের আওতা বাড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ভৌগোলিক পরিধি বেড়ে দাঁড়িয়েছে ৮৯ ভাগ এবং গ্রাহক সংখ্যা বেড়েছে ৯৮ দশমিক ৭ ভাগ। দ্বিতীয় প্রান্তিকে নতুন ৩৭টি বিটিএস স্থাপন করেছে। এতে প্রতিষ্ঠানটির মোট বিটিএসের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৩৯২টি। এছাড়া দ্বিতীয় প্রান্তিকে রবি পনেরো লাখ গ্রাহক অর্জন করেছে। এতে রবির গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ২ কোটিতে।

মাইকেল ক্যুনার বলেন, ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে রবি। এ ক্ষেত্রে বেশকিছু সাফল্যও অর্জিত হয়েছে। তবে নিয়ন্ত্রণের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে মাইকেল ক্যুনার বলেন, গ্রাহকদের সাধ্যের মধ্যে সেবা দিতে আগ্রহী রবি। তবে থ্রি-জির ক্ষেত্রে হ্যান্ডসেটের উচ্চমূল্যের কারণে প্রারম্ভিকভাবে এটি ব্যবসাসফল হবে কি না প্রশ্ন রয়েছে। এ জন্য বাজার বিশ্লেষণের প্রয়োজন।

শেয়ারবাজারে তালিকাভুক্তির পরিকল্পনা প্রসঙ্গে মাহাতাবউদ্দিন আহমেদ জানান, এরই মধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছে রবি। সদ্য সমাপ্ত প্রান্তিকে মুনাফা করলেও এর ধারাবাহিকতা প্রয়োজন। এ মুনাফা এখনো প্রতিষ্ঠানের বিনিয়োগের তুলনায় অনেক কম।

১০ সেকেন্ড পালস প্রসঙ্গে প্রদীপ শ্রীবাস্তব বলেন, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়েই ব্যবস্থাটি চালু করেছে রবি। তবে প্রতিষ্ঠানের আয়ের ওপর এটির প্রভাব বুঝতে আরও সময় প্রয়োজন।

Ollo Cent's Interruption

Dear Valued Users,

We would like to inform all of you that due to maintenance & upgradation work of Dhakacom end, you might face difficulties to access to our Call Center Number at 09611016243 or 16243 for below mentioned period. This interruption might not happen constantly.

Date: 28th September, 2012
Maintenance period: 01:00AM to 4:00AM

We feel regret for such inconvenience.

Thanks!

Now carry your own WiFi with Banglalion i-Fi

Sharing your internet connection is now even easier with Banglalion portable WiFi router.

Device Features:
• Maximum User : 8 simultaneous Wi-Fi connections with additional 1 USB connectivity
• Support : Windows, MAC, LINUX OS platform
• WiFi Range : 700 sqft
• LCD : One blue color LED with 1.5 inch LCD Monitor
• Battery Life : 4 hours backup with one charge for continuous usage
• Warranty : 1 year
• Price : BDT 9595


This device is applicable for following Postpaid packages only.
Speed > Plan Name > Usage > Monthly Fee*
1 Mbps > Voyage 25 > 25 GB** > Tk.1850
Voyage King > King*** > Tk.2250
2 Mbps > Expedition 25 > 25 GB** > Tk.4050
Expedition King > King*** > Tk.5250

* 15% VAT applicable
** Additional usage charge is Tk. 0.15/MB (VAT applicable)
*** Fair Usage policy is applicable on King Plans

Note: Not Applicable for Prepaid connection

For details, Please call 011-98989898 or visit nearest Banglalion customer care/Plaza.


মোবাইল পুশ সেলে অতিষ্ঠ গ্রাহক

অযাচিতভাবে মোবাইল ফোন গ্রাহককে ওয়েলকাম টিউন, গান বা অন্যান্য ভ্যালু অ্যাডেড সার্ভিস গছিয়ে দেওয়া হচ্ছে। কখনও কখনও একটি অফার ফ্রি দিয়ে দুই সপ্তাহ পর কিছু না জানিয়ে সেবাটি গ্রাহকদের জন্য চালু করে দেওয়ার ঘটনা খুবই নিয়মিত। সবচেয়ে মুশকিলের কথা হলো, একবার একটি সেবা গছাতে পারলে সেখান থেকে আর বেরিয়ে আসার সুযোগই পাচ্ছেন না গ্রাহক। নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এটিকে বলছে মোবাইলের পুশ সেল। এ পুশ সেলের মাধ্যমে মাসে গ্রাহকদের অন্তত দেড় থেকে দুইশ' কোটি টাকার ক্ষতি হয় বলে দাবি বিটিআরসির।
আবার পুশ সেল বিষয়ে নানা নির্দেশনা দেওয়া হলেও সেগুলো অনেক অপারেটর আমলে নেয়নি বলে জানা গেছে। তারা বলছে, গ্রাহকদের সঙ্গে এমন প্রতারণা সহ্য করা হবে না। সেক্ষেত্রে প্রথম দফায় অপারেটর ধরে ধরে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। এরপর জরিমানাও করা হবে বলে জানিয়েছেন বিটিআরসির এক শীর্ষ কর্মকর্তা। একই সঙ্গে এ বিষয়ে গ্রাহকদের সচেতন করতে নানা প্রচারসহ ফেসবুকে অভিযোগ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভুক্তভোগী গ্রাহকরা জানান, একবার না বুঝে রাশিফল জানার চেষ্টা করে তিনি এমন বিপদে পড়েছেন যে, সেখান থেকে আর বেরোতেই পারেননি। আড়াই বছর ধরে প্রতিদিন সকালে তার আড়াই টাকা করে কাটা যাচ্ছে। দফায় দফায় অভিযোগ করেও সমস্যার কোনো সুরাহা হচ্ছে না বলে জানান তিনি।
ইন্দিরা রোডের নিশি হঠাৎ করেই তার মোবাইল ফোনে চার ডিজিটের একটি নম্বর থেকে ফোন পান। ওপ্রান্ত থেকে নিশিকে গান ডাউনলোড করার অনুরোধ জানানো হয়। পরপর তিনদিন ফোন করার পর একপর্যায়ে বিরক্ত হয়ে নিশি তাদের সঙ্গে খারাপ ব্যবহারও করেন; কিন্তু তাতেও দমে যান না তারা। সময়ে-অসময়ে ফোন আসতেই থাকে। মাঝে মাঝে এসএমএসও আসে। এ বিষয়ে বিটিআরসি বলছে, বিশ্বের কোথাও এভাবে গ্রাহককে বিরক্ত করে কোনো পণ্য বিক্রি করার রেওয়াজ নেই।
বাগেরহাটের এডওয়ার্ড রনি মিরধা একটি মোবাইল সেট জিততে এক মাসে ১০ হাজার টাকার এসএমএস করেছেন। পুরস্কার পাওয়া হয়নি তার। এমনকি তিনি জানতেও পারেননি প্রতিযোগিতায় তার অবস্থান কততম। প্রথম যে ১০ জন পুরস্কার জিতেছেন তারাই বা কত এসএমএস করে জিতলেন মোবাইল সেটগুলো, সেটিও জানতে পারেননি তিনি। ক্ষুব্ধ রনি শেষ পর্যন্ত বিটিআরসির কাছে অভিযোগ করেছেন।
বিটিআরসি বলছে, পুশ সেলের মাধ্যমে অপারেটরগুলো গ্রাহককে বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিস কিনতে বাধ্য করে। নানা প্রলোভন দেখিয়ে তারা গ্রাহককে এটি কিনতে বাধ্য করে বলেও অভিযোগ রয়েছে। এ জন্য অনেক ক্ষেত্রে সময়ে-অসময়ে ফোন করে বা এসএমএস পাঠিয়েও গ্রাহককে বিরক্ত করে। এ বিষয়ে তাদের কাছে অনেক অভিযোগও এসেছে।
এসব বিষয়ে বিটিআরসির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ বলেন, কমিশন অপারেটর ও গ্রাহক উভয়ের নিরাপত্তার ছাতা হিসেবে কাজ করে। কয়েকটি অপারেটর তো বেশি কথা বলার বিনিময়ে মোবাইল হ্যান্ডসেট উপহার দেওয়ার বিজ্ঞাপন দিচ্ছে। এভাবে মাত্র কয়েকটি হ্যান্ডসেট উপহার হিসেবে দিয়ে হাজার হাজার লোককে অত্যধিক কথা বলতে উৎসাহী করছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, অপারেটররা এখন সবচেয়ে বেশি গ্রাহক ঠকাচ্ছে ব্যান্ডউইথ বিক্রির মাধ্যমে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আশফিয়া করিম জানান, ৩২০ টাকা দিয়ে এক গিগাবাইট ব্যান্ডউইথ কেনার পর সামান্য কিছু কাজ করেছেন তিনি। পরে দেখেন আর কোনো টাকাই অবশিষ্ট নেই। তবে মোবাইল ফোন অপারেটররা জানিয়েছেন, এক মাসের বান্ডেল কোনো গ্রাহক নিলে এরপর তার আর কোনো ব্যান্ডউইথ থাকারও কথা নয়। তবে বিটিআরসি বলছে, মোবাইল ফোনের অব্যবহৃত টাকা যদি থেকে যেতে পারে তাহলে অবশ্যই ব্যান্ডউইথের টাকাও থাকতে হবে। এটি কেটে নেওয়া যাবে না।
একইভাবে কৌতুক শোনা, মোবাইলে নতুন গান শোনা ও সুন্দর ওয়ালপেপার দেখানোর জন্য হরহামেশাই মোটা টাকা কেটে নিচ্ছে অপারেটররা। এক গ্রাহক অভিযোগ করেছেন, একটি অপারেটর কারিনা-সাইফের হট ভিডিও দেখানোর এসএমএস পাঠাচ্ছে। গ্রাহক বুঝে না বুঝে ইয়েসে ক্লিক করলেই তার অ্যাকাউন্ট থেকে ৩০ টাকা কেটে নেওয়া হচ্ছে। এভাবে গ্রাহক ঠকানো বন্ধ করতে বিটিআরসি ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।
সৌজন্যে: সমকাল

অনলাইন রিচার্জ বন্ধ, সেবা থেকে বঞ্চিত হবেন ৩০ হাজার গ্রাহক



বিভিন্ন অনলাইন সাইটের মাধ্যমে মোবাইলফোন ও ওয়াইম্যাক্স গ্রাহকদের অনলাইনে রিচার্জ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অনুমোদন না থাকায় ২ সেপ্টেম্বর সেবাটি বন্ধ করে দেয় কমিশন।
অনলাইনে রিচার্জের সুযোগ চালু হওয়ার পর দেশ-বিদেশে এ জাতীয় অনেক সাইট চালু হয়। দেশের বাইরে যেসব সাইট অনলাইন রিচার্জের সুবিধা দিচ্ছে তাদের মাধ্যমে হুন্ডির সুযোগ রয়েছে বলে মনে করছে বিটিআরসি। অপারেটররা যেহেতু এ সেবার মাধ্যমে সুবিধা পেয়ে থাকে, তাই তাদের এর কারণ দর্শাতে বলা হয়েছে। দেশের ছয় মোবাইলফোন অপারেটর এবং ওয়াইম্যাক্স সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালায়ন ও কিউবিকে এ-সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে। একই সঙ্গে সেবাটির জন্য অপারেটরদের অনুমোদন নিতে বলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সিটিসেল, কিউবিবাংলালায়ন অনুমোদন চেয়ে আবেদন করেছে। তবে কমিশনের এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে দেশের শীর্ষ দুই মোবাইলফোন অপারেটর গ্রামীণফোন ও রবি।
দেশের দ্বিতীয় শীর্ষ মোবাইলফোন অপারেটর বাংলালিংকের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ পরিচালক (গভ. রিলেশন, রেগুলেটরি অ্যাফেয়ার্স অ্যান্ড লিগ্যাল) জাকিউল ইসলাম বলেন, এটি সরাসরি অপারেটরদের দেয়া কোনো সেবা নয়। নিয়ন্ত্রক সংস্থা এ সেবা বন্ধের নির্দেশ দিয়েছে। সে অনুযায়ী সেবাটি বন্ধ করা হয়েছে। বিটিআরসি এ সেবা চালু করতে অনুমোদন নিতে বলেছে। সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
টেলিযোগাযোগ আইনের ৪০-এর ১ ধারা প্রয়োগ করে বিটিআরসি সেবাটি বন্ধ করেছে। এ ধারায় বলা আছে, ‘কমিশনের অনুমতি ছাড়া কোনো অপারেটর তার লাইসেন্সকৃত টেলিযোগাযোগ ব্যবস্থা বা সেবা প্রদানের কোনো স্থাপনা, যন্ত্রপাতি বা সুবিধা ব্যবসায়িক ভিত্তিতে বা ফিস বা অন্য কোনো ধরনের মূল্য বা সুবিধার বিনিময়ে অন্য কোনো ব্যক্তিকে ব্যবহারের অনুমতি বা সুযোগ দিতে পারবে না।’
ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভাস) প্রোভাইডাররা সেবাটি দিয়ে আসছিল। ব্যাংকগুলো এ ক্ষেত্রে অনলাইন প্রসেসর হিসেবে কাজ করত। এ জন্য ব্যাংক ও কনটেন্ট প্রোভাইডারদের মধ্যে চুক্তি হয়। এ ধরনের কয়েকটি সাইট হলো— ইজি ডটকম ডট বিডি, আমারবিল ডটকম, পেপয়েন্ট ডটকম ডট বিডি। অনলাইনের মাধ্যমে গ্রাহকরা সহজেই তাদের প্রি-পেইড নম্বর রিচার্জ বা পোস্টপেইড নম্বরের বিল পরিশোধের সুযোগ পেতেন। ক্রেডিট কার্ড যেমন ভিসা, মাস্টার কার্ড এবং ডেবিট কার্ড যেমন ডিবিবিএল নেক্সাস, ব্র্যাক ব্যাংক এটিএম ইত্যাদি ব্যবহারের মাধ্যমে অনলাইন পেমেন্টের সুযোগ ছিল। প্রায় সব মোবাইলফোন অপারেটরের জন্য অনলাইন রিচার্জ সুবিধা চালু ছিল। মোবাইলফোন ও ইন্টারনেটভিত্তিক অর্থনৈতিক সেবা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোই সেবাটি দিয়ে আসছিল। গ্রাহকদের কাছ থেকে এ জন্য ক্ষেত্রবিশেষে ৪-৬ শতাংশ হারে কমিশন নেয়া হতো।
অনলাইন রিচার্জ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সূত্রে জানা যায়, প্রায় ৩০ হাজার গ্রাহক নিয়মিত সেবাটি গ্রহণ করতেন। কিউবির পক্ষ থেকে জানানো হয়, তাদের ৪০ শতাংশ গ্রাহকই অনলাইনের মাধ্যমে বিল পরিশোধ করে থাকেন। এ ব্যবস্থায় প্রি-পেইড মোবাইলফোন গ্রাহকদের জন্য ৫০-২০০০ টাকা এবং পোস্টপেইড গ্রাহকদের জন্য সর্বোচ্চ পাঁচ হাজার টাকা বিল পরিশোধের সুযোগ ছিল।
সেবাদানকারী প্রতিষ্ঠান এসএসএলের মহাব্যবস্থাপক আনিসুল ইসলাম বলেন, বাংলাদেশে ই-কমার্সে নতুন একটা অধ্যায় শুরু হয়েছে। সেই সময় এ ধরনের জনপ্রিয় প্রিমিয়াম সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের মধ্যে অনলাইনের বিভিন্ন সার্ভিস থেকে আস্থা উঠে যেতে পারে। এ কারণেই দ্রুত সেবাটি পুনরায় চালুর অনুমতি দেয়া প্রয়োজন।
অনলাইন রিচার্জ সেবা পুনরায় চালুর অনুমোদন দেয়া হবে কি না— জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে বিটিআরসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। কমিশনের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।
সৌজন্যেঃ জেসমিন মলি, বণিক বার্তা

7 paisa/10 second from your banglalink desh!!

now talk to your all banglalink friends @ only 7 paisa/10 second, from your banglalink desh!!

offer details/conditions:

• all desh, ek rate, ek rate darun, desh 7 fnf, call & control (sme, postpaid and business excluding pco & e- voucher) customers can enjoy the offer during 12am - 5pm.

• for free registration, customers have to type 'ok' and send SMS to 4545. registration will be done within 48 hrs of sending request.

• after successfully registration, customers have to recharge tk25 or more at once and after successfully recharge, special tariff will be activated within 48hrs.

• special tariff validity is only for 7sdays. validity will be extended upon recharge tk25 or more at once during 7days validity or after end of 7days validity.

• after the validity period, customers will be migrated back to original tariff profile.

• customers using this package will not be able to use any bonus minute or bonus taka. however if they deregister from this offer and move to other packages, they will be able to enjoy the bonus again.

• all prepaid registered customers will enjoy the features & tariff of desh 7 fnf package and all call & control registered customers will enjoy the features and tariff of banglalink sme call & control (except for the 42 paisa tariff from 12am - 5pm to on-net) until 42 paisa tariff validity ends.

• to know desh 7 fnf tariff: http://on.fb.me/Q4282D
• to know SME C&C tariff: http://on.fb.me/RSZ4Mb

• normal package migration (e.g. from desh to ek rate darun) will not be allowed during the 42 paisa offer validity period.

• registered customers can be deactivated this offer by typing D and sending a free SMS to 4545.

• every calls will be applicable for 10sec pulse.

15% vat apply | for further assistance, please call 121/01911304121 or visit www.banglalinkgsm.com

<<by banglalink SME>>



# সকল বাংলালিংক পিপেইড এবং call & control গ্রাহক (e-voucher এবং pco ব্যাতীত) এই বিশেষ ট্যারিফটি উপভোগ করতে পারবেন।
# এই বিশেষ ট্যারিফ রাত ১২টা থেকে বিকাল ৫ টা  পর্যন্ত বাংলালিংক থেকে বাংলালিংক নম্বরে প্রযোজ্য।
রেজিস্ট্রেশনের পর গ্রাহক একেবারে নূন্যতম ২৫টাকা বা তারচেয়ে বেশী রিচার্জ করার ৪৮ ঘন্টার মধ্যে উপভোগ করতে পারবেন এই বিশেষ ট্যারিফ, যার মেয়াদ ৭ দিন।
# মেয়াদ চলাকালীন অবস্থায় কোন গ্রাহক যদি আবারও নূন্যতম ২৫টাকা বা তারচেয়ে বেশী রিচারররজ করে, তবে সেই রিচার্জের দিন থেকে পুনরায় বিশেষ ট্যারিফের মেয়াদ ৭দিন বৃদ্ধি পাবে।
# রাত ১২টা থেকে বিকাল ৫টা সময়ের বাইরে দেশ ৭ FNF প্যাকেজের ট্যারিফ প্রযোজ্য হবে। গ্রাহক এই ট্যারিফ থেকে ডিরেজিস্ট্রেশন করতে চাইলে D লিখে ৪৫৪৫ নম্বরে পাঠিয়ে দেবেন এবং তার পূর্ববর্তী পয়াকেজে ফিরে যাবেন।
# অন্য প্যাকেজে মাইগ্রেট করতে চাইলে বিশেষ এই ট্যারিফ থেকে ডি-রেজিস্ট্রেশন করতে হবে।
# ভ্যাট প্রযোজ্য।
# যেকোন তথ্যের জন্য কল করুন ১২১, ০১৯১১৩০৪১২১ নাম্বারে অথবা ভিজিট করুন www.banglalinkgsm.com

১০ সেকেন্ড পালস: কল রেট বাড়িয়েছে অপারেটররা



নিয়ন্ত্রণ সংস্থার নির্দেশনা মেনে সব সেলফোন অপারেটরই ১০ সেকেন্ড পালস চালু করেছে। আর এটি চালু করতে গিয়ে প্রায় সব প্যাকেজেই কলরেট বাড়িয়েছে অপারেটররা। যুক্তি হিসেবে তারা বলছে, ব্যবসার প্রয়োজনেই কলরেট বাড়াতে হয়েছে। নিয়মের মধ্যে থেকেই এটা করা হয়েছে।
জানা গেছে, অপারেটররা ১০ সেকেন্ড পালস দিতে নতুন করে প্যাকেজ চালু করেছে। এসব প্যাকেজের কলরেট আগের তুলনায় অনেক ক্ষেত্রে মিনিটপ্রতি ৫ থেকে ৩০ পয়সা পর্যন্ত বেড়েছে। গ্রামীণফোনের সহজ প্যাকেজে আগে দিন-রাত কলচার্জ ছিল মিনিটপ্রতি ৭৯ পয়সা। ১০ সেকেন্ড পালস ব্যবস্থা চালুর পর এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রতি মিনিট ১ টাকা ৮ পয়সা (১৮ পয়সা প্রতি ১০ সেকেন্ড)। বাংলালিংকের এক রেট প্যাকেজে আগে প্রতি মিনিট কথা বলতে খরচ হত ৭৯ পয়সা। ১০ সেকেন্ড পালস চালুর পর একই প্যাকেজের কলচার্জ হয়েছে ১ টাকা ৮ পয়সা। এ ছাড়া এয়ারটেলের গল্প প্যাকেজে আগে কলচার্জ ছিল প্রতি মিনিট ৭০ পয়সা। এখন তা বাড়িয়ে করা হয়েছে ৯৬ পয়সা।
বাংলালিংকের জ্যেষ্ঠ পরিচালক (মার্কেটিং) শিহাব আহমেদ বলেন, আপাতদৃষ্টিতে কলচার্জ বেশি মনে হলেও ১০ সেকেন্ড পালসের কারণে গ্রাহকের সামগ্রিক বিলের পরিমাণ কমে আসবে। কারণ এর আগে ৬০ সেকেন্ডের জন্য তারা যে বিল দিতেন, এখন ১০ সেকেন্ড পালসের হিসাবে তা ভাগ হয়ে যাবে।
এদিকে ১০ সেকেন্ড পালসব্যবস্থাকে স্বাগত জানালেও দীর্ঘসময় সেলফোনে কথা বলতে অভ্যস্ত গ্রাহকরা কলরেট বাড়ানোর সমালোচনা করেছেন। এ জন্য তারা অপারেটর ও নিয়ন্ত্রক সংস্থা উভয়কেই দায়ী করছেন।
এ প্রসঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ বলেন, গ্রাহক স্বার্থের কথা চিন্তা করেই ১০ সেকেন্ড পালস চালুর নির্দেশ দিয়েছিল বিটিআরসি। এ নির্দেশ কার্যকর করেছে অপারেটররা। কলচার্জ বাড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, অপারেটররা বিটিআরসি নির্ধারিত সীমার ভেতরে এটি করলে আপত্তি করার কিছু নেই।
প্রসঙ্গত, বিটিআরসির দেয়া নির্দেশনা অনুযায়ী অপারেটররা কলচার্জ মিনিটপ্রতি ২৫ পয়সার কম বা ২ টাকার বেশি নিতে পারবে না।
রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান বলেন, বিটিআরসির নির্দেশনা মেনে প্যাকেজে ১০ সেকেন্ড পালস ব্যবস্থা চালু করেছে রবি। এ ক্ষেত্রে শুধু পালস ব্যবস্থা পরিবর্তন করা হয়েছে। তবে এতে করে যদি কারও কলচার্জ বেড়ে যায় তাতে আমাদের কিছু করার নেই।
দেশের ছয় সেলফোন অপারেটরকে বিটিআরসি প্যাকেজ নির্বিশেষে ১০ সেকেন্ড পালস চালুর নির্দেশনা দেয় গত ১১ আগস্ট। নির্দেশনায় ১৫ আগস্টের মধ্যেই এটি বাস্তবায়নের কথা বলা হলেও রাষ্ট্রায়ত্ত সেলফোন অপারেটর টেলিটক ছাড়া কেউই ওই সময়ের মধ্যে এটি বাস্তবায়ন করেনি। পাঁচ অপারেটরের আবেদনের পরিপ্রেক্ষিতে এক মাসের জন্য সময় বাড়ায় বিটিআরসি। বেঁধে দেয়া সময় শেষ হয় গত ১৫ সেপ্টেম্বর। এ সময়ের মধ্যে সব প্যাকেজে ১০ সেকেন্ড চালুর ঘোষণা দিয়েছে রবি, সিটিসেল ও এয়ারটেল। কয়েকটি প্যাকেজে বাস্তবায়ন করলেও গ্রামীণফোন ও বাংলালিংক সম্পূর্ণভাবে এটি চালুর ঘোষণা দেয় ২১ সেপ্টেম্বর।
সৌজন্যে: সুমন আফসার, বণিক বার্তা

গ্রামীণফোনের ১১ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রলোভন দেখিয়ে নিরীহ গ্রাহকদের অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ মোট ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা করা হয়েছে।
আজ সোমবার সকালে চট্টগ্রাম মহানগর হাকিম মুনতাসীর আহমদের আদালতে চট্টগ্রাম জজ আদালতের আইনজীবী এস এইচ এম হাবিবুর রহমান ওই মামলা করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের জন্য বিষয়টি মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠিয়েছেন।
মামলার আসামিরা হলেন: গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা টরি জনসন, সিআরও কাজী মনিরুল কবির, সিএফও ফ্রিডসিজফ রাসপটিন, সিপিও তানবীর মাহমুদ, সিসিএও মোহাম্মদ হোসাইন, এসএও এলান বনকি, ইও আদনান কবির, ব্যবস্থাপক (হিসাব) সমির জিৎ, উপব্যবস্থাপক (প্রশাসন) অশিক গাই, গ্রামীণফোন প্রধান কার্যালয়ের অপারেটর রাজীব ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান মো. আরিফুজ্জামান।
বাদীর আইনজীবী বলেন, ‘প্রলোভন দেখিয়ে গ্রাহকদের বিশ্বাসভঙ্গ ও অর্থ আত্মসাতের অভিযোগে আমার মক্কেল দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৩৪ ধারায় মামলা করেছেন। আদালত মামলাটি গ্রহণ করে তা বিচার বিভাগীয় তদন্তের জন্য মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠিয়েছেন।’
মামলার বাদী এস এইচ এম হাবিবুর রহমান আজাদ বলেন, ‘১০ টাকার বিনিময়ে গ্রামীণ থেকে গ্রামীণ নম্বরে ৪০ মিনিট (প্রতি মিনিট ২৫ পয়সায়) কথা বলার প্রলোভন দেখিয়ে ভ্যাটসহ আমার ১১ টাকা ৫০ পয়সা কেটে নেওয়া হয়। গ্রামীণফোন থেকে এসএমএস পাঠিয়ে আমার এসএমএস পাওয়ার স্বীকারোক্তিও জানানো হয়। অথচ আমি অফারটি ভোগ করতে পারিনি। এর আগেই আমার ব্যালেন্স শূন্য হয়ে যায়।’
হাবিবুর রহমান আজাদ আরও বলেন, ‘পরে গ্রামীণফোন কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে কিছু করণীয় নেই বলে জানায়। এভাবে জনগণের বিশ্বাস ভঙ্গ করায় জনস্বার্থে মামলাটি করেছি।’
সৌজন্যে: দৈনিক প্রথম আলো

Teletalk Gets Noticed Fro BTRC for Sadheen 66

Teletalk Bangladesh Ltd, A Govt Ownership Mobile Operator Has Got A Notice Yesterday For Their PrePaid Package "Sadheen 66". At Previous, BTRC Has Called To Withdraw All Types Of Extra Charge Which Set At 2nd Time. See At Below.


বাংলালিংক প্রিপেইড কল রেট (২০ সেপ্টেম্বর, ২০১২ থেকে কার্যকর)

>> সকল চার্জের সাথে ১৫% ভ্যাট যুক্ত হব্র।
>> বার্তা চার্জঃ দেশের ভিতর ৫০ পয়সা এবং বিদেশে ২ টাকা ৫০ পয়সা।
>> স্পেস সহ ১৬০ অক্ষর কে একক বার্তা হিসেবে ধরা হয়।
>> প্যাকেজ মাইগ্রেশন সম্পূর্ণ ফ্রী। কোন SMS চার্জ প্রযোজ্য নয়।
>> পুরাতন "দেশ এক রেট দারুন", "দেশ রংধনু" এবং "দেশ অবিরাম" প্যাকেজ পরিবর্তিত হয়ে গিয়েছে দেশ এক রেট প্যাকেজে।
>> অন্যান্য অপারেটরের কল রেট জানতে ক্লিক করুন এখানে

০১. বাংলালিংক দেশঃ

# অন-নেটঃ
 রাত ১২টা থেকে সকাল ৯টাঃ ৭২ পয়সা/মিনিট,
সকাল ৯টা থেকে বিকেল ৫টাঃ ১টাকা ৩২ পয়সা মিনিট
বিকেল ৫টা থেকে রাত ১২টাঃ ১টাকা ৫০ পয়সা/মিনিট।

# অফ-নেটঃ
রাত ১২টা থেকে সকাল ৯টাঃ ১ টাকা ২০ পয়সা / মিনিট
সকাল ৯টা থেকে বিকেল ৫টাঃ ১ টাকা ৫০ পয়সা /মিনিট
বিকেল ৫ টা থেকে রাত ১২টাঃ ১টাকা ৭৪ পয়সা / মিনিট


# FNF ৩টিঃ অন-নেট ৬০ পয়সা / মিনিট এবং অফ-নেট ১ টাকা ২ পয়সা / মিনিট
#পালসঃ ১০ সেকেন্ড
# মাইগ্রেটঃ লিখুন DS এবং বার্তা পাঠিয়ে দিন ২১০ নম্বরে।


০২। দেশ স্পেশাল FNF:

#অন-নেটঃ
রাত ১২টা থেকে সকাল ৯টাঃ ৬৬ পয়সা / মিনিট
সকাল ৯টা থেকে রাত ১২টাঃ ১টাকা ২০ পয়সা / মিনিট

#অফ-নেটঃ
রাত ১২ টা থেকে সকাল ৯টাঃ ১ টাকা ২০ পয়সা / মিনিট
সকাল ৯ টা থেকে রাত ১২ টা ১ টাকা ৫ পয়সা মিনিট

# স্পেশাল FNF ১টিঃ ৪২ পয়সা / মিনিট
#সাধারণ FNF ২টিঃ ৬৬ পয়সা / মিনিট

# পালসঃ ১০ সেকেন্ড
#মাইগ্রেটঃ লিখুন REG এবং বার্তা পাঠিয়ে দিন ৭৩৬৩ নম্বরে।
#স্পেশাল FNF সেট করতে ডায়াল করুন *১৬৬*৭#
#স্পেশাল FNF পরিবর্তন করতে *১৬৬*৭* পুরাতন নাম্বার * নতুন নাম্বার #


০৩। দেশ এক রেটঃ

# যে কোন মোবাইলে ১টাকা ৮ পয়সা / মিনিট
# পালসঃ ১০ সেকেন্ড
# মাইগ্রেটঃ লিখুন REG এবং বার্তা পাঠিয়ে দিন ৩০৩০ নম্বরে।
# পুরাতন "দেশ এক রেট দারুন", "দেশ রংধনু" এবং "দেশ অবিরাম" প্যাকেজ পরিবর্তিত হয়ে গিয়েছে দেশ এক রেট প্যাকেজে।


৪. দেশ ৭ FNF:

# অন-নেটঃ
রাত ১২টা থেকে সকাল ৯টাঃ ৯০ পয়সা / মিনিট
সকাল ৯ টা থেকে রাত ১২ টাঃ ১ টাকা ৫০ পয়সা / মিনিট

# অফ-নেটঃ
রাত ১২টা থেকে সকাল ৯টাঃ ৯০ পয়সা / মিনিট
সকাল ৯টা থেকে বিকেল ৫টাঃ ১ টাকা ৫০ পয়সা / মিনিট
বিকেল ৫টা থেকে রাত ১২টাঃ ১ টাকা ৭৪ পয়সা মিনিট


# ৭ FNF (সর্বোচ্চ ৩ টি অফ-নেট):
রাত ১২টা থেকে বিকেল ৫টাঃ ৬০ পয়সা / মিনিট
বিকেল ৫টা থেকে রাত ১২টাঃ ৯০ পয়সা / মিনিট

# পালসঃ ১০ সেকেন্ড
# মাইগ্রেটঃ লিখুন REG এবং পাঠিয়ে দিন ২০০০ নম্বরে।


৫। দেশ এক সেকেন্ডঃ

# যে কোন মোবাইলে ১ টাকা ২০ পয়সা মিনিট সব সময়
# পালসঃ ১ সেকেন্ড
# মাইগ্রেটঃ লিখুন REG এবং বার্তা পাঠিয়ে দিন ১৭৩২ নম্বরে।


৬। দেশ এক রেট দারুণঃ

# যে কোন মোবাইলে ৮৪ পয়সা মিনিট সব সময়।
# পালসঃ ১০ সেকেন্ড
# মাইগ্রেটঃ লিখুন REG এবং পাঠিয়ে দিন ৮৬৭৮ নম্বরে।


Airtel Brings Lowest Rate at Night for Night-Talker

Hey Night-Talkers, enjoy the LOWEST RATE in the market!!! Dial *121*100# (FREE) and get 25 poisha/min for airtel-airtel and 60 poisha/min for airtel-other operator local calls from 12.00am to 7.59am! You also get a 10 seconds pulse with it! Grab the offer right now and call up your friends and loved ones for a nice long chat. To know details, call 1212 (FREE).*

*conditions and VAT apply

Updated Tariff Plan Of GP Bondhu Package

-->


Bondhu Time Tariff
Call Type 24 hours GP-GP GP-Other operator
1 Super FnF
(GP-GP)
30 paisa/minute N/A
9 FnF numbers
(GP-GP & GP-Others)
54 paisa/minute 90 paisa/minute
Voice Calls Tk. 1.44/minute Tk. 1.56/minute
Pulse 10 second
SMS 50 paisa/SMS (within 160 characters)


# Pulse: 10 Seconds
Note:
  • Write SF (space) your desired GP number and send SMS to 2888
  • 10 second pulse will be applicable for On/Off-net and F&F calls
  • No differential charging will be applicable (Same for 1st and rest of the minutes
  • Bondhu subscribers can also migrate to the other prepaid price plans Shohoj, Aapon, Amontron, Spondon, Badhon, Smile and djuice
  • 15% VAT will be applicable on all charges

# গ্রামীণ নম্বরে ১ টাকা ৪৪ পয়সা (+ভ্যাট ০.২১৬) /মিনিট
# অন্য নম্বরে ১ টাকা ৫৬ পয়সা (+ভ্যাট ০.২৩৪ ) /মিনিট
# সুপার FNF ৩ পয়সা (+ভ্যাট ০.০৪৫)/ মিনিট
# সাধারণ গ্রামীণ FNF নম্বরে ৫৪ পয়সা (+ভ্যাট ০.০৮১) / মিনিট
# অন্য অপারেটরের FNF নম্বরে ৯০ পয়সা (+ভ্যাট ০.১৩৫) / মিনিট
# সুপার FNF সেট করতে বার্তায় লিখুন SF এবং একটি স্পেস দিয়ে আপনার পছন্দের নাম্বারটি লিখে পাঠিয়ে দিন ২৮৮৮ নম্বরে।
# ১০ সেকেন্ড পালস প্রযোজ্য।
# বন্ধু প্যাকেজ থেকেও আপনি যে কোন প্যাকেজে পরিবর্তন করতে পারবেন। অন্যান্য প্যাকেজ গুলো সম্পর্কে জানতে ক্লিক করুন এখানে। 

Important Response From Banglalion

Dear users, many of our limited postpaid and prepaid users recently complain that their remaining volume is showing less than actual MB. But real scenario is different and we are going to explain it- Whenever a limited postpaid or prepaid user logs in, Internet server received a particular MB from billing server. For prepaid 512 kbps-160 MB, Prepaid 1 mbps -320 MB and for all postpaid limited -320 MB. So whenever a user logs in and check his usages he will see 320 MB/160 MB less than his actual balance. As user is already connected to Internet server, his MB is transferred to Internet server from billing server, And as user sees his info in billing server interface (care.banglalionwimax.com), so he sees 320 MB/160 MB less every time he logged in. If he disconnected his line and check by call hotline or other line can see the actual balance in care.banglalionwimax.com. We did this quota system for smooth browsing to avoid continuous authentication process between internet server and billing server which we found one of the vital problem of browsing issue last year. Now what about 320 MB/160 MB returning process? Take a look to this example- suppose user id-x.y has 1020 MB remaining. Now he logs in by his modem. Billing server transfers 320 MB to Internet server for his active session. So he will see 1020-320=700 MB. Now he used 100 MB in that particular session and disconnects his modem. So Internet server returns 320-100=220 MB to billing server and then his actual remaining will be 700+220 MB=920 MB. It will be easily shown by other connection or if user calls our hotline after disconnection. Or he can check by his session call option. Calculate his session usages+Remaaining volume+MB quota. For example- previous user again logs in and will see 920 MB-320 MB=600 MB. His previous session usages are 100 MB. So his actual total MB is 100 MB+600 MB+320 MB=1020 MB(exactly same as he had). That means no MB was deducted from him by Banglalion. Hope it will clear confusion. Please ask for any query if you have relevant questions on this issue.

টু জি’র স্পেকট্রাম ফি’র টাকা পরিশোধে আরো দুই মাস সময় চায় সিটিসেল



(প্রিয় টেক) পল্লবীতে চাঞ্চল্যকর 'পাকিস্তানি মোহাম্মদ আলী' হত্যার ঘটনায় জড়িত অভিযোগে জীবন আহমেদ জনি ও কালাম নামে দু'জনকে ১১ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এ হত্যাকাণ্ডে মূল ভূমিকা পালন করে মিরপুরের সন্ত্রাসী মুসা। কিন্তু মোবাইল ফোনের সূত্র ধরে অনেক চেষ্টা করেও তার অবস্থান জানতে পারেনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কারণ তার ব্যবহৃত সিমকার্ডটি নিবন্ধনের তথ্য ছিল ভুয়া। অন্য ঘটনায় লন্ডনে হেরোইন পাচারের অভিযোগে ২ সেপ্টেম্বর মোহাম্মদপুর এলাকা থেকে শামসুল আরেফিন তুহিনকে গ্রেফতার করে ডিবি। তার কাছে পাওয়া ২৩টি সিমকার্ডের একটিও সঠিক তথ্য দিয়ে কেনা হয়নি। শুধু এই দুটি ঘটনা নয়; প্রতিদিনই এ রকম অনেক ঘটনার মুখোমুখি হতে হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। ফলে অপরাধী শনাক্ত, গ্রেফতার বা রহস্য উদ্ঘাটনের ক্ষেত্রে বিপাকে পড়ছেন তারা।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্রের তথ্য অনুযায়ী, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ছয় মাসে প্রায় ৬৫ হাজার সিম শনাক্ত করা গেছে, যেগুলোর নিবন্ধনের তথ্য ভুয়া। এ কারণে নতুন করে সিম নিবন্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিবির অতিরিক্ত উপ-কমিশনার মশিউর রহমান বলেন, অপরাধীদের ৯০ ভাগেরও বেশি ভুয়া নিবন্ধনের সিমকার্ড ও ভুয়া আইএমইআই নম্বরের মোবাইল ফোন সেট ব্যবহার করছে। গত পাঁচ-ছয় মাসে বিভিন্ন ঘটনার তদন্তে নেমে প্রায় তিন হাজার ভুয়া সিমকার্ড পাওয়া গেছে। এর মধ্যে ৯৫টি সিমকার্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে। ফোনে চাঁদা দাবি, হত্যার হুমকিসহ বিভিন্ন অপরাধে এসব সিম ব্যবহার করা হয়েছে। সম্প্রতি অবৈধ ভিওআইপিতে ব্যবহারের অভিযোগে ১৫ হাজার ২৫৪টি নিবন্ধনহীন সিম জব্দ করে বিটিআরসি ও র‌্যাব। এ জন্য ছয় অপারেটরকে মোট ছয় কোটি ২৯ লাখ ২২ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়। গত ১৪ আগস্ট এ সংশ্লিষ্ট চিঠি অপারেটরদের কাছে পাঠানো হয়।
বিটিআরসি সূত্র জানায়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত ছয় মাসে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত প্রচুরসংখ্যক মোবাইল ফোন সিম সম্পর্কে অভিযোগ দেয়। এগুলো যাচাই করে দেখা যায়, প্রায় ৬৫ হাজার সিমের প্রকৃত ব্যবহারকারীর সঙ্গে নিবন্ধনের তথ্যের কোনো মিলই নেই।
পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, ভুয়া নিবন্ধনের সিমের পাশাপাশি আরেকটি বড় সমস্যা হলো ভুয়া আইএমইআই নম্বরের ফোন সেট। প্রতিটি ফোন সেটের জন্য একটি ১৫ অঙ্কের ইউনিক আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) নম্বর থাকে। এই নম্বরের মাধ্যমে নির্দিষ্ট সেটটিকে শনাক্ত এবং ব্যবহারকারীর অবস্থান জানা যায়। অপরাধীদের গ্রেফতারে গোয়েন্দারা এ প্রযুক্তি ব্যবহার করেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটনে এ প্রযুক্তি খুবই কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। তবে বিষয়টি জানার পর থেকে প্রযুক্তির সুবিধা নিতে শুরু করেছে অপরাধীরাও। তারা বেছে বেছে ভুয়া আইএমইআই নম্বরের সেট ব্যবহার করছে অপরাধ সংঘটন ও নিজেদের মধ্যে যোগাযোগের কাজে। এ কারণে অপরাধী শনাক্ত করতে গিয়ে পুলিশ-র‌্যাবকে গলদঘর্ম হতে হচ্ছে।
সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৮ হাজার মোবাইল ফোন সেটের একটি চালান আটক করে বিটিআরসি। এর বেশিরভাগই ছিল ভুয়া আইএমইআই নম্বরের। এগুলোর কোনো একটি সেটের আইএমইআই নম্বরের বিপরীতে ছিল প্রচুর সংখ্যক সেট। আবার কোনো সেটের আইএমইআই নম্বর সঠিক ছিল না। এর আগে ডিবি একজন শীর্ষ অপরাধীকে মোবাইল ফোনের সূত্র ধরে গ্রেফতার করতে গিয়ে মহাবিপাকে পড়ে। কারণ তার ব্যবহৃত মোবাইল ফোনের আইএমইআই নম্বরে পাওয়া গেছে ১৯৮টি সেট।
বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) সভাপতি ফয়সাল আলীম বলেন, যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান বিএবিটি প্রতিটি মোবাইল ফোন সেটের জন্য একটি ইউনিক নম্বর বরাদ্দ করে। আমদানির পর বিটিআরসির ই-মেইলে যোগাযোগ করে সেটগুলোর নম্বর সম্পর্কে নিশ্চিত হতে হয়। নিষেধাজ্ঞা থাকার পরও কিছু অসৎ ব্যবসায়ী অবৈধ পথে ভুয়া আইএমইআই নম্বরের মোবাইল ফোন সেট আমদানি করে। এগুলো বিভিন্ন অপরাধ সংঘটনে ব্যবহৃত হতে পারে।
সূত্র জানায়, মূলত চীনে স্থানীয়ভাবে তৈরি সস্তা সেটগুলোয় ভুয়া আইএমইআই নম্বর বেশি ব্যবহার করা হয়। অর্থ সাশ্রয়ের জন্য বিএবিটি থেকে অল্প কিছু সেটের নিবন্ধন (আইএমইআই) নিয়ে সেই নম্বরগুলোর একেকটি প্রচুর সেটে বসিয়ে দেওয়া হয়। ফলে একই আইএমইআই নম্বরের বিপরীতে অসংখ্য সেট হয়ে যেতে পারে।
সৌজন্যে: ইন্দ্রজিৎ সরকার, সমকাল

Banglalink new tariff plans with 10 sec pulse

Banglalink new tariff plans with 10 sec pulse, effective from 15th september, 2012.

Courtasy To Bangladeshi Mobile Operators News

1. "SME Call & Control" :

>12am-5pm: On-net @ tk0.99/min.; Off-net @ tk0.99/min.
>5pm-12am: On-net @ tk1.08/min.; Off-net @ tk0.99/min.
>5 fnf (any operators, 24hrs) :
to banglalink fnf: tk0.49/min.
to others fnf: tk0.84/min.
>Pulse: pulse: 1sec (on net) and 10sec (off net & btcl)
> SMS Charges (24hrs):On-net @ tk. 0.50/sms; Off-net @ tk. 0.50/sms;international no's: tk2.50/sms.
> conditions: currently if customers are using banglalink SME flat tariff (tk1.20/min) at first they have to deactivate SME flat tariff by typing 'DEREG' & sending SMS to 7777 (free of charge)

2. banglalink 'desh obiram' :

>12am-9am: On-net @ tk. 0.65/min; Off-net @ tk0.99/min.
>9am-5pm: On-net @ tk0.92/min.; Off-net @ tk0.99/min.
>5pm-12am: On-net @ tk0.75/min.; Off-net @ tk0.99/min.
>3fnf: On-net @ tk0.66/min.; Off-net @ tk1.20/min.
>Pulse: 10 sec. (on net, off net and btcl)
• friends & family (f&f) service is not applicable for this package.
>SMS: On-net @ tk. 0.50/sms; Off-net @ tk. 0.50/sms;international no's: tk2.50/sms.
-To migrate, type “DS” & send to 210 (free of charge).


3. "desh ek rate special" :

> On-net @ tk. 0.96/min, Off-net @ tk.0.96/min 24hrs.
>Pulse: 10sec (on net & off net) and 30sec (btcl numbers)
>SMS: On-net @ tk. 0.50/sms; Off-net @ tk. 0.50/sms.
• friends and family (f&f) service is not applicable for this offer.
-To migrate, type 'START' and send FREE SMS to 8678.
-for de-registration, customers have to type 'D' and send FREE SMS to 8678.

4. “Banglalink Desh Classic”:

>12am-9am: On-net @ tk. 0.66/min; Off-net @ tk1.50/min.
>9am-5pm: On-net @ tk1.32/min.; Off-net @ ttk1.50/min.
>5pm-12am: On-net @ tk1.50/min.; Off-net @ tk1.74/min.
>3fnf: On-net @ tk0.66/min.; Off-net @ tk1.20/min.
>Pulse: 10 sec. (on net, off net and btcl)
>SMS: On-net @ tk. 0.50/sms; Off-net @ tk. 0.50/sms;international no's: tk2.50/sms.
-To migrate, type “DS” & send to 210 (free of charge).

5. “Desh Ek Rate”:

> On-net @ tk. 1.08/min, Off-net @ tk. 1.08/min 24hrs.
>Pulse: 10sec (on net & off net) and 30sec (btcl numbers)
>SMS: On-net @ tk. 0.50/sms; Off-net @ tk. 0.50/sms.
-To migrate, type “REG” & send to 3030 (free of charge).
-To migrate back to previous package, type “D” & send to 3030 (free of charge).

6. “Desh Ek Rate Darun”:

> On-net @ tk. 1.08/min, Off-net @ tk. 1.08/min 24hrs.
>Pulse: 10sec (on net & off net)
>SMS: On-net @ tk. 0.50/sms; Off-net @ tk. 0.50/sms.
-To migrate, type “REG” & send to 1414 (free of charge).
-To migrate back to previous package, type “D” & send to 1414 (free of charge).

7. “Desh 7fnf”:

>12am-9am: On-net @ tk0.72/min.; Off-net @ tk1.50/min..
>9am-5pm: On-net @ tk1.32/min.; Off-net @ tk1.50/min.
>5pm-12am: On-net @ tk1.50/min.; Off-net @ tk1.74/min.
>7fnf: On-net @ tk0.72/min.; Off-net @ tk1.20/min.
>Pulse: 10sec (on net & off net)
>SMS: On-net @ tk. 0.50/sms; Off-net @ tk. 0.50/sms;International numbers: tk2.50/SMS.
-To migrate, type “REG” & send to 2000 (free of charge).
-To migrate back to previous package, type “D” & send to 2000 (free of charge).


8. “Desh 1 second”:

> On-net @ tk. 1.20/min, Off-net @ tk. 1.20/min 24hrs.
>Pulse: 1 sec.
>SMS: On-net @ tk. 0.50/sms; Off-net @ tk. 0.50/sms;International numbers: tk2.50/SMS.
- currently if any customer is using special tariff plans (25paisa), so he/she will not eligible for 1 second pulse package.
-To migrate, type “REG” & send to 1732 (free of charge).
-To migrate back to previous package, type “D” & send to 1732 (free of charge).

9. "special fnf package" :

>12am-5pm: On-net tk1.20/min; Off-net @ tk1.20 /min.
>5pm-12am: On-net @ tk1.44/min.; Off-net @ tk1.50/min.
>3 banglalink fnf's: 1 super BL fnf number: tk0.42/min.; 2 special BL fnf numbers: TK0.66/min.
>Pulse: 10sec (on net, off net and BTCL)
>SMS: On-net @ tk. 0.50/sms; Off-net @ tk. 0.50/sms;Int'l numbers: tk.2.50/SMS.
• to set super fnf number, customers need to dial *166*7*Number# (free of cost)
• to change super fnf number, customers need to dial *166*7*old fnf*new fnf# (free of cost)
• to set 2 special fnf numbers, customers need to type Number1Number2 & send an SMS to 3300 (free of cost)
• to change special fnf numbers, customers need to type CHold fnfnew fnf & send an SMS to 3300 (free of cost)
-To migrate, type 'reg' & send an SMS to 7363 (free of charge).
-To migrate back to previous package, type 'D' & send an SMS to 7363 (free of cost)


****15% vat & conditions apply!****

for further assistance, please feel free to contact at 121 or 01911304121 or visit www.banglalinkgsm.com


GrameenPhone's New Package "Amontron" with 10 Second Pulse

গ্রামীণফোন নিয়ে এলো ১০ সেকেন্ড পালস সহ নতুন প্যাকেজ "আমন্ত্রণ"।

ট্যারিফঃ
অন্য অপারেটরে ৬৬ পয়সা মিনিট।
গ্রামীণ নম্বরে ১.২০টাকা/মিনিট।
১০ সেকেন্ড পালস

বার্তাঃ
৫০ পয়সা যে কোন মোবাইলে। (১৬০ স্পেস)
২ টাকা ৫০ পয়সা বিদেশী নম্বরে। (১৬০ স্পেস)



মাইগ্রেট করতে মেসেজ লিখুন AM এবং পাঠিয়ে দিন ৪৪৪৪ নম্বরে।

বিস্তারিত জানতেঃ ১২১ (গ্রামীণ থেকে), ০১৭১১৫৯৪৫৯৪ (যে কোন মোবাইল থেকে), www.grameenphone.com

আমাদের গ্রামীণফোন পাতাঃ  http://www.extratelecombd.com/p/grameenphone.html


গ্রামীণফোনের নতুন প্যাকেজ "আমন্ত্রণ"।
ট্যারিফ প্ল্যানঃ
অন নেটঃ ১টাকা ২০ পয়সা/মিনিট;
অফ নেটঃ ৬৬ পয়সা/মিনিট।
বার্তাঃ ৫০ পয়সা (দেশের ভিতর) এবং ২ টাকা ৫০ পয়সা (দেশের বাহিরে)।
 প্যাকেজ পরিবর্তন করতেঃ বার্তায় লিখুন AM এবং পাঠিয়ে দিন ৪৪৪৪ নম্বরে।

গ্রামীণফোনের সব কিছুঃ  http://www.extratelecombd.com/p/grameenphone.html

36 minutes talktime and 36 SMS for just tk. 9.99(+vat)!

banglalink is offering 36 minutes talktime and 36 SMS for just tk. 9.99(+vat)! to buy the bundle, customers have to dial *132*2# and press 1 to confirm.

offer details/conditions:

• all banglalink prepaid (except E-Voucher) and call & control (except PCO) customers can enjoy this bundle offer.

• 36 minutes talktime can be used to call any non fnf banglalink number during 9:00 am to 5:00 pm.

• 36 SMS can be sent to any banglalink number during 24 hours a day.

• to check bought minutes & SMS, customers have to dial *124*2# (charge FREE)

• the bundle will be valid for 1 day. calendar midnight validity will be applicable. (i.e. whenever the customer is purchasing the bundle validity will be till midnight of the next day from purchasing)

• a customer can buy this bundle as many times as he wants during the offer period.

• ’obiram’- package users need to deregister from ’obiram’ package to avail this bundle offer. to deactivate obiram package, customers have to type 'E' and send an SMS to 3487 (charge FREE)

• this bundle offer is effective from 25th June, 2012 and will be continued untill further notification.

• for more details, please call 121/01911304121 or visit www.banglalinkgsm.com

Reactivate and get up to Tk. 20,000 bonus

Reactivate and get up to Tk. 20,000 bonus !!!

১২ আগস্ট ২০১২ বা তার আগে থেকে বন্ধ থাকা পিপেইড সংযোগে প্রতিবার ২০ টাকা বা তার বেশি রিচার্জে পাচ্ছেন ইন্সট্যান্ট টাকা ২০ বোনাস (সর্বোচ্চ টাকা ২০০০০ পর্যন্ত)।
রিচার্জ বোনাস অন নেটে ১টাকা/মিনিট রেটে ব্যবহার করা যাবে। ৬০ সেকেন্ড পালস। মেয়াদ ২ দিন।
গ্রাহক প্রতিদিন ইন্সট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করবেন। প্রতিবার ২টাকার কথা বললে ১টাকা বোনাস। এই বোনাস সিটিসেল থেকে অন্য অপারেটরে ১.৫০টাকা কলরেটে ব্যবহার করা যাবে। ১০ সেকেন্ড পালস প্রযোজ্য।। ক্যাশ ব্যাকের মেয়াদ ১ দিন। বোনাস টাকার (৳২০০০০) এর উপর ক্যাশ ব্যাক প্রযোজ্য নয়।
এই অফার উপভোগকারী গ্রাহকেরা একই সাথে নিয়মিত ট্যারিফ (অন নেট ৳০.৬০/মিনিট, অফ নেট ৳১.২০/মিনিট) উপভোগ করবেন। নিয়মিত ট্যারিফের ক্ষেত্রে ১০ সেকেন্ড পালস প্রযোজ্য। SMS চার্জ ৳০.৫০, নিয়মিত কল ট্যারিফ এবং SMS এর উপর ১৫% ভ্যাট প্রযোজ্য।


Ollo Happy Hours

OLLO is giving you the chance to get double speed.
Get double download speed from 3am to 9am everyday @ OLLO Happy Hours.
 It's time to get happy with your OLLO!

Robi Prepaid SIM Bundle with Symphony B6i

Robi users, Buy a new Robi Prepaid SIM Bundle with Symphony B6i Multimedia Handset @ BDT 1515 and enjoy

>>The best flat prepaid tariff plan in Bangladesh 69paisa/minute to any local numbers during 24 hours
>> Daily usage Bonus of 2 minutes (on net ) & 5 SMS upon usage of BDT 10 in a day
>> Emergency Balance of BDT 5

Package & Tariff :

* Package name: Shomota Package
(Service Class Name: Symphony_July)
* Bundle price: BDT 1515 (SIM & Handset)
* 69 paisa/mins to any local operator during 24 hrs
* SMS charge: 50 paisa to all local numbers
* Pulse: 60 sec
* International calls: International charge and pulse applicable
* 15% VAT applicable in all charges

Instant Activation Bonus :

* 10 minutes for onnet calls (To check dial *222*2#) & validity 15 days
* 10 minutes for offnet calls (To check dial *222*9#) & validity 15 days
* 500 SMS for any local operator (To check dial *222*12#) & validity 15 days

Daily Usage Bonus upon TK10 (incl. VAT) voice call usage :

* 2 minutes for onnet calls (To check dial *222*3#) & validity 2 days (12am-5pm)
* 5 SMS for any local operator (To check dial *222*12#) & validity 2 days
* To check daily usage, dial *444*1# (free)

Emergency Balance :

* Emergency Balance Credit Limit BDT 5
* Sign-up for this offer by dialing *8444#2# (Free)
* Emergency Balance Usage: to any local number
* Used emergency balance will be adjusted with immediate next recharge
VAS Bonuses
* 50% discount on Robi Radio from 2nd month of activation to 4th month upon activation of the services.

Condition :

If migrated out to any other packages, customer will not get special bonuses (like Usage bonus, emergency balance and VAS bonuses) since then. Please rest assured that above information is for your satisfaction.

Grameenphone brings new start up offer (From September 6, 2012)

Purchase Grameenphone’s "Shohoj" package with just BDT 149 and enjoy a BDT 19 recharge offer and 50 paisa/minute call rate along with pre-loaded talk time of BDT 10, 150 SMS (On-net), and 30 MB Internet absolutely free.

From September 6, 2012 onwards, for newly activated Shohoj & djuice packages:

Free offers :

>> For newly activated Shohoj & djuice package using customers: BDT 10 pre-loaded talk time (any purpose) + 150 SMS (GP-GP) +30 MB Internet (7 days validity)

150 Bonus SMS :

>> Preloaded 150 (on-net) SMS will be disbursed on SIM activation and will be valid for 30 days.
>> Free SMS will be distributed within 72 hours and customers will be notified with SMS after disbursement.
>> The remaining balance of bonus on-net SMS can be checked by dialing *566*2# (free).

30 MB Free Internet :

>> 30 MB free internet (valid for 7 days) will be pre loaded with each new SIM within 72 hours of SIM activation.
>> Remaining balance and volume of free internet can be checked by dialing *566*10# (free)


From September 6, 2012 onwards, for newly activated Shohoj , Business Solutions Prepaid (Packages 1&2) & EKOTA (Packages 1 &2)

50 Paisa/ Minute Call Rate :

>> Eligible customers will get to enjoy this tariff in GP-GP calls during 12AM-4PM
>> Customers will be able to enjoy this tariff with no additional conditions
>> Customers will get this special tariff once their SIM is activated
>> FnF and CUG calls will not be applicable for this tariff
>> There is no call set up fee applicable for this lower tariff
>> 10 sec pulse will be applicable during this lower tariff for Shohoj , BS (Package 1& 2) and EKOTA (Package 1&2)
>> Customers will not enjoy this low tariff if they migrate to other price-plans from their existing price plan
>> My Zone (Dynamic Pricing) availing customers will not be able to enjoy this 50 paisa/min tariff. My Zone tariff will get the priority.
>> djuice activated on or after September 6, 2012 and migrated to Shohoj will be able to enjoy this lower tariff
>> This is a limited time offer


From September 6, 2012 onwards, for newly activated Shohoj package

BDT 19 Recharge Offer :

>> Newly activated customers need to recharge BDT 19 (exact amount) to activate this offer during the offer period. After successful recharge, this offer will be activated instantly
>> After successful recharge of BDT 19, customers will get the following: bonus BDT 19 worth of talk time (on-net); 19 SMS (on-net) and 19 MB Internet
>> Tariff for Bonus talk time of BDT 19 would be BDT 1.5/min(+VAT) during 12am-4pm. For rest of the time shohoj regular on-net tariff would be applicable
>> This bonus minute is not applicable for FnF and CUG calls
>> After consumption of the freebies under this offer, customers will be charged as per regular usage
>> The pulse for BDT 19 Bonus talktime will be 10 sec
Customer can take this offer multiple times
>> If any customer migrates to other packages they will not get this offer
>> However, If any customer migrate to any other product (after activating the connection as Shohoj on or after September 6, 2012) and come back to Shohoj, he/she will be able to enjoy the offer again till the end of the offer period
>> djuice customers activated on or after September 6, 2012 and migrated to Shohoj will be able to enjoy this offer
>> To check BDT 19 (on-net) talk time, customers need to dial *566*8# (free)
>> To check 19 (on-net) SMS, customers need to dial *566*2# (free)
>> To check 19 MB Internet, customers need to dial *566*10# (free)
>> This is a limited time offer
>> To use the free volume customer has to activate Minipack Pay Per Use P1 package by dialing *500*1# or by typing P1 and sending SMS to 5000

* 15 % VAT will be applicable on all charges

more details call 121

Grameenphone brings 25 paisa/minute with 10 second pulse

GP prepaid subscriber can talk for 40 minutes at BDT 10 (excluding VAT) only and enjoy the effective call rate of 25 paisa to any GP number!! 25 paisa/min is the lowest ever tariff GP or any mobile operator in Bangladesh is offering so far! To avail this offer, SMS Start T to 9999. SMS charge is absolutely free of cost!

Eligible Subscribers:

>> Djuice, Smile, Aapon, Bondhu, Shohoj, Baadhon, Aamontron, Spondon, Ekota 1 & 2, Business Solution Pre 1, 2, 3 & Shofol, GPPP and VP.
>> Eligible GP prepaid subscribers can avail this offer maximum 2 times in a day during the campaign period. Also you need to use the minutes during 12am till 4pm. Once you are registered for 40 minutes, dial *566*20# to check your remaining minutes balance.
>> So what are you waiting for? Now is your chance to stay close to loved ones more than ever!

Offer Details:

>> In this offer, GP prepaid customers will be able to make GP-GP calls (including F&F) for 40 minutes at only Tk. 10, which means having an effective rate of 25 paisa/minute.
>>10 second pulse is applicable for calls in this offer.
>>Registration to this offer will be confirmed by a confirmation SMS.
>> Customer can able to check the remaining minutes through USSD dial (*566*20#).
>> Customer can register for this offer maximum 2 times in a day, but needs to register each time through SMS to avail the offer.
>> There will be no first minute call set-up charge on the offer minutes.
>> All other tariff, feature etc. will be remained as is. After the completion of the campaigns minutes, regular tariff will be charged as per respective price plan.
>> My Zone subscribers can avail the offer but then My Zone discount will be applicable after the consumption/ validity of the bundle minutes. So no "My Zone" discount will be applicable on Campaign minutes for campaign takers.
>> Customer needs to have at least Tk. 11.50 (including VAT) credit in mobile to avail this offer.
>>Offer is applicable from 12am to 4pm.
>>15% VAT applicable.

Teletalk 3G arrives month-end

State-run mobile-phone operator Teletalk is set to introduce SIM with 3G facilities at the end of this month after a test run of 3G services which began on Jul 29. Teletalk Managing Director Mujibur Rahman told bdnews24.com: "Teletalk is ready to inaugurate the 3G service between Sept 27 and Sept 30." A letter informing the Ministry of Post and Telecommunications about the service's launch was sent, he said. Telecom Secretary and Teletalk Chairman Sunil Kanti Bose also confirmed that the service would be launched by Prime Minister Sheikh Hasina. "If she gives consent, the launching ceremony will take place during those days." Teletalk plans to provide 3G services to over 300,000 subscribers in the capital after the launch. According to telecom regulator Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC), until July Teletalk had nearly 2.4 million subscribers. Being the state-run operator, Teletalk was given the opportunity to launch 3G experimentally before other operators. It was supposed to launch the service in March for six months but deferred the launch for 'technical reasons.' The 3G mobile telecommunications are standards for mobile phones and mobile telecommunication services fulfilling the International Mobile Telecommunications-2000 (IMT-2000) specifications by the International Telecommunication Union. Once introduced in Bangladesh, it will make mobile telephony much more efficient, with high-speed data transfer facilitating users to watch mobile TV, make video calls, use GPS navigation and access many other services.

রাজস্ব পরিশোধে টেলিটকের গড়িমসি

টেলিটককে রাজস্ব পরিশোধে তিন দফা নোটিস দিয়েছে কাস্টমস বিভাগ। কিন্তু তা আমলে না নিয়ে উল্টো কাস্টমসের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে টেলিটক। এ অবস্থায় সেবা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। পাওনা টাকা দ্রুত পরিশোধে ব্যর্থ হলে, প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব জব্দ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবে চট্টগ্রাম কাস্টমস। সিম কার্ড আমদানির শুল্ক ও ভ্যাট বাবদ টেলিটকের কাছে কাস্টমসের পাওনার পরিমাণ প্রায় দুই কোটি টাকা।

চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার রেজাউল হক বাংলাদেশ প্রতিদিনকে জানান, টেলিটক রাজস্ব পরিশোধ না করে মওকুফের আবেদন করেছে। কিন্তু কাস্টমস হাউস বা রাজস্ব বোর্ড কারোরই মওকুফের ক্ষমতা নেই। আইনানুযায়ী রাজস্ব পরিশোধ করতেই হবে। ব্যর্থ হলে টেলিটকের ব্যাংক হিসাব জব্দ করা হতে পারে।

সম্প্রতি রাজস্ব মওকুফ চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও চট্টগ্রাম কাস্টমসের কাছে আবেদন করে টেলিটক। প্রতিষ্ঠানটির এমডি মো. মজিবুর রহমান স্বাক্ষরিত ওই আবেদনে টেলিটক বলেছে, দুটি বিল অব এন্ট্রির মাধ্যমে খালাসকৃত পণ্যের ক্ষেত্রে দাবিনামা অনুযায়ী যে দুই কোটি টাকার কম রাজস্ব প্রদান করা হয়েছে, তা মওকুফ করা হোক। দুই দফায় সাত লাখ সিম কার্ড আমদানির বিপরীতে অতিরিক্ত ধার্যকৃত শুল্ককর ও ভ্যাট মওকুফের জন্য একাধিকবার চট্টগ্রাম কাস্টমস হাউসকে অনুরোধ করা হয়েছে।
টেলিটক বলছে, আমদানিকৃত সিমের মোট মূল্য স্থানীয়ভাবে ক্রয়ের চেয়ে কম হওয়ায় টেলিটক সিম কার্ড আমদানি করে। এখন ট্যারিফ ভ্যালুর ওপর ভিত্তি করে অতিরিক্ত শুল্ক প্রদান করা হলে খরচ স্থানীয় ক্রয়ের চেয়ে অনেক বেশি হবে। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে টেলিটক। এসব কিছু বিবেচনায় নিয়ে দাবিকৃত প্রায় দুই কোটি টাকার রাজস্ব (শুল্ককর ও ভ্যাট) মওকুফ চায় টেলিটক।

টেলিটকের এমডি জানান, টেলিটক যেহেতু ইতোমধ্যে কাস্টমসের চাহিদা অনুযায়ী রাজস্ব পরিশোধ করেছে, তাই আরোপিত অতিরিক্ত রাজস্ব মওকুফ বিশেষ বিবেচনার দাবি রাখে।

তবে টেলিটকের কয়েকজন পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানান, একটি গোষ্ঠী টেলিটককে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত করতে সিম আমদানি করেছে। অথচ দেশেই এর চেয়ে কম মূল্যে সিম কার্ড ক্রয় করা যেত বলে মনে করেন তারা।

Get Used To Uploading Faster With Zoom Ultra

Citycell Zoom ultra users, Get used to uploading faster.No more Buffering while Vedio chatting,No more long waits for photo uploading!

Zoom Ultra 300kbps plan now gives you upload speed upto 300kbps

1. Ultra Plan (Prepaid) : download + upload speed upto 300kbps @800TK

>> Promotional Usage Limit 3 GB (Limited time offer )
>> Regular Usage Limit 1.5 GB
>> To activate (Pre-paid ) from your connection , type U2 and SMS to 9666
>> Extra usage fee will be Tk. 0.001/KB
>> 15% Vat apply
2.Ultra Plan (Postpaid) : download + upload speed upto 300kbps @850TK

>> Promotional Usage Limit 4 GB (Limited time offer )
>> Regular Usage Limit 2 GB
>> To activate (Postpaid ) from your connection ,contact citycell helpline
>> Extra usage fee will be Tk. 0.0005/KB
>> 15% Vat apply

Banglalink SME New Tariff Plan

Good News!! from now, all old & new SME Call & Control customers can enjoy special call rate of 68paisa/minute (from 2nd min) and 88 paisa+(VAT) will be applicable for 1st minute only.

old SME customers have to type 'SME' and send FREE SMS to 7777 to avail this special call rate offer. migration will be done within 48 hours.

60sec pulse apply! fnf service is not applicable for this offer.

vat apply. for more details, please call 121/01911304121

Message from Banglalion's Head of Operations in Chittagong

Top of the morning to you all.. a huge shout out of thanks to the rocking people who made this event a great success.... SPECIALLY the AMAZING CROWD who attended the Concert... THANK YOU... everything was for you guys/gals - I am glad to see you guys LOVED IT!!!!

We should all be grateful to our awesome CEO - Neil Graham for his enthusiastic support and understanding, CTO - Ryan Gatling for his guidance for the Live Streaming, From Marketing: for planning and executing this event - Faruk Bhai & His team: Zia Us Sobhan Bhai, Shohag, Mirza Lucian Pollenge, Nasim, Pavel Mohitul Alam and all others behind the screen for all their concerned activities, from IT/Technical - Raj, Abdul Momin Salim, Rumal Chowdhury....The Camera Crew for their dedicated support and efficient service for making the live streaming a success !!!!

Do we need to mention BOOMBOX? Oh yeah.. these young energetic guys were excellent in making this event management look like a piece of cake... hats of to you guys! Job well done!

And the BANDS were just off the hook.... GREAT JOB EVERYONE.....

Once again - CTG CROWD YOU ROCK !!!!!!!!
No Wonder some of the BEST Bands & Singers are from CTG !!!

I would like to request all of you guys to please JOIN us on:
www.facebook.com/sayhalum page for all future updates and happenings of Banglalion....:-)

- Tazin
Head of Operations
Banglalion, CTG

রঙ্গ বরাদ্দ ফি: তিন অপারেটর অর্থ দিলেও দেয়নি সিটিসেল

(প্রিয় টেক) তরঙ্গ বরাদ্দ ফির দ্বিতীয় কিস্তি জমা দেয়ার শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার। তিন অপারেটর গ্রামীণফোন, বাংলালিংকরবি এদিন টাকা জমা দিলেও দেয়নি সিটিসেল। আর্থিক সংকটের কারণে প্রতিষ্ঠানটি কিস্তি পরিশোধ করতে পারেনি বলে জানালেও কবে নাগাদ তারা টাকা জমা দেবেন সে ব্যাপারেও বিটিআরসিকে কিছু বলেনি।

অর্থ জমা না দেয়ার কারণ প্রসঙ্গে সিটিসেলের চিফ টেকনিক্যাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. মাহফুজুর রহমান বলেন, ‘দ্বিতীয় কিস্তির টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধে তহবিল জোগাড়ের কথা ছিল। কিন্তু ওই সময়ের মধ্যে আমরা পারিনি। তবে শিগগিরই টাকা জোগাড় হয়ে যাবে। টাকা জোগাড় হলেই দিয়ে দেব।’ পরবর্তীতে বিলম্ব ফিসহ এ টাকা দিতে হবে সিটিসেলকে।

বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ সিটিসেলের টাকা না দেয়ার ব্যাপারে বলেন, তাদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

বকেয়া পাওনা ও টুজি লাইসেন্স নবায়নের দ্বিতীয় কিস্তি হিসেবে ৩ হাজার ৪০৪ কোটি টাকা চেয়ে ২৭ আগস্ট চার অপারেটরকে চিঠি দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।

গতকাল দ্বিতীয় কিস্তি হিসেবে গ্রামীণফোন ভ্যাটসহ ১ হাজার ৮০ কোটি ৯৪ লাখ টাকা জমা দেয়। ভ্যাটসহ দ্বিতীয় কিস্তির টাকা জমা দিয়েছে বাংলালিংক এবং রবিও। প্রতিষ্ঠান দুটি যথাক্রমে ৬৫৭ কোটি ৫৩ লাখ ও ৬৩৩ কোটি ৯২ লাখ টাকা জমা দিয়েছে। বিটিআরসির দেয়া চিঠিতে ভ্যাট বাদে দ্বিতীয় কিস্তি হিসেবে ১ হাজার ৫০ কোটি ৯৭ লাখ টাকা দিতে বলা হয় গ্রামীণফোনকে। একইভাবে বাংলালিংককে ৫৮৫ কোটি ৪৪ লাখ টাকা, রবিকে ৫৫৮ কোটি ৫০ লাখ ও সিটিসেলকে ১৩০ কোটি ৫০ লাখ টাকা দিতে বলা হয়। ১৫ শতাংশ হারে ভ্যাট যোগ করে এ টাকা দিতে বলা হয় তাদের।

এ প্রসঙ্গে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ বলেন, সময়মতো দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ করায় অপারেটরদের ভাবমূর্তি বেড়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে তাদের লাইসেন্স নবায়ন করা হয়েছে।

বিটিআরসির দেয়া চিঠিতে উল্লেখ করা হয়, ২০১০ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত চার অপারেটরের কাছে মোট ১ হাজার ৭৮ কোটি ৬৪ লাখ টাকা বকেয়া পাওনা রয়েছে। গ্রামীণফোনের কাছে বকেয়া পাওনা হিসেবে চাওয়া হয় ৫০৯ কোটি ২৪ লাখ টাকা। বাংলালিংককে ২৭৩ কোটি ২৪ লাখ, রবিকে ২৪৬ কোটি ও সিটিসেলকে বকেয়া হিসেবে ৪৯ কোটি ৫৩ লাখ টাকা দিতে বলেছে নিয়ন্ত্রক সংস্থা। তবে এ টাকা জমা দেয়নি কোনো অপারেটরই। তরঙ্গ বরাদ্দ ফি নির্ধারণে মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর ও ভ্যাট-সংক্রান্ত বিষয়ে সর্বোচ্চ আদালতে মামলা বিচারাধীন। এসব মামলার রায়ের পর এ টাকা দেয়ার বিষয়টি নির্ভর করছে বলে জানা গেছে। আদালত যেভাবে সিদ্ধান্ত দেবে তারা সেভাবেই টাকা পরিশোধ করবে বলে জানিয়েছে। তবে নিয়ন্ত্রক সংস্থার সাথে সুসম্পর্ক বজায় রেখে ব্যবসা করতে তারা আগ্রহী বলেও জানিয়েছে তারা।

- Copyright © 2013 telecom bd - Metrominimalist - Powered by Blogger - Designed by Johanes Djogan | Distributed by Rocking Templates -