(প্রিয় টেক) মুনাফা হলেও বিনিয়োগের তুলনায় তা এখনো অনেক কম বলে মনে করছে মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। বছরের প্রথমার্ধে ২২৮ কোটি টাকা বিনিয়োগের বিপরীতে প্রতিষ্ঠানটির মুনাফা এসেছে ৩৫ কোটি ৫০ লাখ টাকা।



গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে রবির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মাহাতাবউদ্দিন আহমেদ, প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) প্রদীপ শ্রীবাস্তবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন) ৯৬২ কোটি ৭০ লাখ টাকার রাজস্ব আয় করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ২ শতাংশ বেশি। প্রতিষ্ঠানটি দ্বিতীয় প্রান্তিকে সরকারি কোষাগারে জমা দিয়েছে ৩ হাজার ৯৩২ মিলিয়ন টাকা। প্রধান অর্থ কর্মকর্তা মাহতাবউদ্দিন আহমেদ বলেন চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি থেকে মার্চ) তুলনায় দ্বিতীয় প্রান্তিকে রাজস্ব আয় বেড়েছে ৭ দশমিক ৭ শতাংশ। এটি গত বছরের একই প্রান্তিকের তুলনায় ২৬ শতাংশ বেশি।

দ্বিতীয় প্রান্তিকের অর্থনৈতিক প্রতিবেদন তুলে ধরে মাহতাবউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সুদ, কর, অবচয় এবং ঋণের পরিশোধিত কিস্তি (ইন্টারেস্ট, ট্যাক্সেস, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামরটাইজেশন-ইবিআইটিডিএ) বাদে ৩২৪ কোটি ৪০ লাখ টাকা আয় করেছি। রবি এ প্রান্তিকে নেটওয়ার্কের সক্ষমতা ও কভারেজের আওতা বাড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ভৌগোলিক পরিধি বেড়ে দাঁড়িয়েছে ৮৯ ভাগ এবং গ্রাহক সংখ্যা বেড়েছে ৯৮ দশমিক ৭ ভাগ। দ্বিতীয় প্রান্তিকে নতুন ৩৭টি বিটিএস স্থাপন করেছে। এতে প্রতিষ্ঠানটির মোট বিটিএসের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৩৯২টি। এছাড়া দ্বিতীয় প্রান্তিকে রবি পনেরো লাখ গ্রাহক অর্জন করেছে। এতে রবির গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ২ কোটিতে।

মাইকেল ক্যুনার বলেন, ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে রবি। এ ক্ষেত্রে বেশকিছু সাফল্যও অর্জিত হয়েছে। তবে নিয়ন্ত্রণের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে মাইকেল ক্যুনার বলেন, গ্রাহকদের সাধ্যের মধ্যে সেবা দিতে আগ্রহী রবি। তবে থ্রি-জির ক্ষেত্রে হ্যান্ডসেটের উচ্চমূল্যের কারণে প্রারম্ভিকভাবে এটি ব্যবসাসফল হবে কি না প্রশ্ন রয়েছে। এ জন্য বাজার বিশ্লেষণের প্রয়োজন।

শেয়ারবাজারে তালিকাভুক্তির পরিকল্পনা প্রসঙ্গে মাহাতাবউদ্দিন আহমেদ জানান, এরই মধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছে রবি। সদ্য সমাপ্ত প্রান্তিকে মুনাফা করলেও এর ধারাবাহিকতা প্রয়োজন। এ মুনাফা এখনো প্রতিষ্ঠানের বিনিয়োগের তুলনায় অনেক কম।

১০ সেকেন্ড পালস প্রসঙ্গে প্রদীপ শ্রীবাস্তব বলেন, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়েই ব্যবস্থাটি চালু করেছে রবি। তবে প্রতিষ্ঠানের আয়ের ওপর এটির প্রভাব বুঝতে আরও সময় প্রয়োজন।

- Copyright © 2013 telecom bd - Metrominimalist - Powered by Blogger - Designed by Johanes Djogan | Distributed by Rocking Templates -