Archive for December 2011

Airtel offer: Recharge 101TK or more and get 40% bonus


► Airtel offer: Recharge 101TK or more and get 40% bonus !!

*Customer can enjoy bonus on multiple recharge during the promotion period (highest 500TK ) 50% to offnet (*778*1#) & 50% to onnet (*778*7#)
* Bonus validity : 4 days (between 12am- 6pm )
* Eligible for all airtel prepaid subscribers
* This offer will continue till 1 January, 2012

Telecom players may merge in future

Citycell CEO shares his thoughts on voice and data service industry

The telecom industry in Bangladesh might witness mergers, acquisitions and liquidation in the near future, said Mehboob Chowdhury, chief executive officer (CEO) of Citycell. It is not possible for six mobile operators to exist in this small market under the current situation, he said.

“I guess in future the number of mobile operators in Bangladesh will be less. Companies would merge.”

“We are still doing business because we have no option. A huge amount of investment has been made by this time. We can't stop a billion dollar investment," he said.

Chowdhury recently sat with The Daily Star to discuss the market situation, third generation (3G) mobile technology, relationship among the operators, the vision of a Digital Bangladesh and broadband issues.

Even with most companies in losses, there is often talk of new mobile companies making an entry. On this, he said, “This may just be for a lack of knowledge on the market. Let them come and see the pain and constrains in this market.”

“The telecom operators of Bangladesh could not express their prospects to the people as well as the stakeholders; this is our failure,” he said.

“We could not present our problems precisely to the government or to the regulators, and did not get consideration.”

The relationship among the operators is good, he said. “All respect each other, but there is a lack of belief.”

“Maybe in the past we came to a common decision but later on, some of us broke it, so trust among the operators has reduced,” he added.

The SIM tax is still the main challenge of the mobile industry though the current government has reduced it this year to Tk 200 from Tk 800, he said.

The government will earn revenue nonetheless, but the process should be considered so that the losses of the companies can be reduced, he said.

“The mobile operators were doing well in the first seven to eight years, but after that, almost all the operators are facing losses,” he said.

The government should consult with the telecom players on how it would collect more revenue, he said.

On Citycell's business, he said it is concentrating on the data business. At the same time, the voice service will also run, said Chowdhury.

Data is the future of the telecom business. It has the power to make people's lives flexible and easy, he said.

Chowdhury said high-speed internet can reduce discrimination between the rural and urban students. All educational institutions should be connected through the internet so that the same syllabus can be facilitated across the country. Urban and rural students would get the same standards of education, he said.

The people who are still out of the banking channel can be banked through the help of the internet. The banks are using the internet at their local branches as well, he said.

Villagers should get the facility to receive cash in no time, whether it came from Dhaka or Dubai, he said.

Health services can be improved through the internet as well, he said. Using broadband, the rural people can get consultations from specialised doctors.

Even though the corporate houses are connected through the internet, the small and medium enterprises should also get the same broadband service.

He said a businessman in Comilla can get any kind of supply order from a big business in Dhaka with the help of broadband. And Citycell wants to work in this case, he added.

Citycell will set up servers and provide solutions to the SME's at the rural areas. It will increase online delivery or service.

Policy support is needed to spread broadband through out the country, he said. For example, he said existing operators should get the opportunity to provide infrastructure sharing with others where the Nationwide Telecommunication Transmission Network (NTTN) providers are still absent.

NTTNs are responsible for providing fibre optic cable connectivity for the service providers through out the country.

When asked to comment on the government offering 3G technology in June after an open auction, he said, “Internet should be dispersed upon the use of 3G, as we want to use technology as a means of economic development.”

“The licence fees or spectrum charges should not be high. It will increase the cost of services.”

The Sri Lankan government offered 3G frequencies for all operators for $5 million only, he said. The Bangladeshi government can think that way too, he said.

The 3G auction in Hong Kong is also a good example, he said, which was designed on how much revenue the operators could share with the government rather than frequency pricing.

He requested the government to not have a target to earn a hefty sum by selling frequency; rather, it should fix a target to earn from the service every year, he said.

Recently, Bangladesh Telecommunication Regulatory Commission Chairman Zia Ahmed declared to the media that the commission wants to earn Tk 1 billion by selling 3G frequency on auction.

Citycell is already serving EVDO (Evolution-Data Optimised or Evolution-Data only, which is a telecommunications standard for the wireless transmission of data through radio signals) that is equivalent to 3G.

The reason Citycell is interested in 3G is because “we want to come out from device constrains.”

CDMA (Code Division Multiple Access), Citycell's current technology, does not support all kinds of devices. People should get the opportunity to choose devices, he said.

On whether Citycell is thinking about going for the GSM technology and applying for 1800 Megahertz band frequency to BTRC, Chowdhury said, “We are providing 3G already. But we will have to think what technology would be the best in the Bangladeshi data business.”

“We did not apply for 1800 band yet.”

He proposes to go for the 4G (fourth generation) technology directly on a trial basis.

4G is a technology that provides high speed data transfer that is faster than 3G. It is also called the Long Term Evolution or LTE.

If we work together for 4G, we will not have to invest two times -- that is, for 3G in the first phase and for 4G in the second phase. This is also beneficial as it will converge all technologies into the internet protocol (IP) based technology. There will no differentiation between the different types of wireless technologies, such as GSM, CDMA, WCDMA or WiMax, if the country provides 4G, he said.

“Maybe it is my dream, but why don't we take a chance and see if we can go for LTE directly.”

Choudhury said, “All the operators are not prepared yet for 3G. But I believe it is possible to convert equipment for 4G if you tell the vendors.”

The only challenge to adopting the LTE is the device, which is not available as yet, but the data cards (internet modem) are available, he said.

He said LTE can be used in any frequency. Operators and the regulator should interact more on this issue, he added.

On the issue of building a 'Digital Bangladesh', he said the government wants to extend broadband to the every corner of the country through fibre optic cables. But the capital expenditure for fibre cables is very high, he said.

The mobile operators have already reached out to every corner, he said. Broadband through the wireless technology (mobiles) can be provided within a short time, he added.
Tag :

Govt. approves 2nd submarine cable

The telecommunications and post affairs ministry Wednesday approved to set up the second submarine cable in the country.
State run submarine company Bangladesh Submarine Cable Company limited (BSCCL) will establish second submarine cable.
Sources said the BSCCL has got the approval in favor of the organization Wednesday.
To lay down the second submarine cable, it will need Tk 400 crore.
Manwar Hossain, Managing Director of BSCCL told that they would start work to collect fund.
At present, if only one submarine cable don’t function, telecommunications and internet service is totally hampered.
These types of trouble will be removed after installing second submarine cable.
At the same time, internet speed will be high as well as voice service will be easier than before, he added.
Alternative submarine cable route will be from Khulna of Bangladesh to Chennai in India.
After completing the task, Bangladesh will be connected with world’s second submarine cable network.
Tag :

BTRC earn 12190 core taka at 3 years (তিন বছরে বিটিআরসির আয় ১২ হাজার ১৯০ কোটি টাকা)

 Bangladesh Telecommunication Regulatory Commission earn 12 thousand 190 core and 41 lakh taka at last 3 years.
টেলিযোগাযোগ খাত থেকে গত তিন বছরে ১২ হাজার ১৯০ কোটি ৪১ লাখ টাকা রাজস্ব আয় করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এ ছাড়া মুঠোফোন কোম্পানিগুলোর দ্বিতীয় প্রজন্মের লাইসেন্স নবায়ন বাবদ আরও চার হাজার ৮৯ কোটি ৫০ লাখ টাকা পাওয়া যাবে বলে জানান বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ।

রাজধানীতে বিটিআরসির নিজস্ব কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান এ তথ্য জানান। এ সময় তিনি বর্তমান সরকারের তিন বছরে টেলিযোগাযোগ খাতের অগ্রগতি ও বিটিআরসির কর্মকাণ্ড তুলে ধরেন।

জিয়া আহমেদ জানান, এ সময় টেলিফোন গ্রাহক (ল্যান্ডফোন ও মুঠোফোন) বেড়েছে তিন কোটি ৬৫ লাখ। সব মিলিয়ে এখন দেশে টেলিফোন গ্রাহকসংখ্যা আট কোটি ২৫ লাখ। এ ছাড়া ইন্টারনেট গ্রাহক রয়েছে প্রায় আড়াই কোটি, যাদের মধ্যে অবশ্য মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাই বেশি।

বিটিআরসির চেয়ারম্যান জানান, বর্তমানে মুঠোফোনের সর্বনিম্ন কলের দাম ৮৩ পয়সা। খুদেবার্তার দাম ৫০ পয়সা। আর বিদেশে কলের দামও কমানো হয়েছে। ইন্টারনেট ব্যান্ডউইডথের (এমবিপিএস) দাম কমিয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। আর কল সেন্টারের জন্য এ দাম মাত্র ছয় হাজার টাকা।

বাংলালায়ন ও কিউবির পাশাপাশি আরও ছয়টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে ফিক্সড ওয়াইম্যাক্স সার্ভিস ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান বিটিআরসির চেয়ারম্যান। দেশে ওয়াইম্যাক্স সেবা বাড়ানো ও গ্রাহক পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে দাম কমানোর উদ্দেশে এটা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

‘বঙ্গবন্ধু-১’ নামের স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্পের আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে জিয়া আহমেদ বলেন, মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এখন পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ-প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
Tag :

Airtel Bangladesh and DBBL signs M-commerce deal

Airtel Bangladesh Limited, the fastest growing telecom operator in Bangladesh, signed an agreement with Dutch Bangla Bank Limited on September 12, 2011 to introduce M-commerce Services to a larger segment of population. The signing ceremony was held at the Banani corporate head office of Airtel Bangladesh.
Within 8 months of launching the brand, airtel has engaged into this partnership, which is going to facilitate mobile customer with banking at their fingertips. With this initiative, existing & new Airtel customers will be able to open bank accounts and avail banking services; additionally existing DBBL mobile banking customers can get serviced at Airtel outlets. Airtel subscribers will now be able to conduct their financial transactions by using their hand held mobile device through a convenient and affordable process. This partnership will be aimed at making the concept of inclusive banking a reality for customers in Bangladesh. . 

T. Mr. A.S.M. Sakib Sikder, Head of legal of Airtel and Mir Mominul Huq, VP & Head of Mobile Banking Division of DBBL inked the deal on behalf of their respective organization. Chief Executive Officer & Managing Director of Airtel, Mr. Chris Tobit and Mr. K. Shamshi Tabrez, Managing Director of DBBL exchanged the signed documents in presence of Chief Service Officer & Head-M Commerce of airtel, Ms. Rubaba Dowla and Deputy Managing Director Mr. A. K. M. Shirin from DBBL. Chief Sales & Marketing Officer Mr. Abhay Seth and Chief Financial Officer Mr. S.K. Mukhopadhyay from Airtel Bangladesh Ltd were also present during the signing ceremony.

Managing Director and CEO of Airtel Bangladesh said, “This is a great opportunity for us to facilitate our valued customers with the best-in-class technology to conduct their everyday financial transactions. Dutch Bangla Bank Ltd had already established themselves as one of the most technologically capable banking corporation in Bangladesh and Airtel is privileged to have partnered with them in this fine endeavor.”

Mobile operators' infrastructure sharing at stake

A regulatory move is holding back mobile operators' infrastructure sharing business with other service providers.

According to a decision of the regulator, the mobile companies will now have to share their network through a common network.

Also, the mobile operators will not be allowed to do such business in the areas where the common network -- Nationwide Telecommunications Transmission Network (NTTN) -- has coverage.

Now two local companies -- fiber@home and Summit Communication -- have NTTN licences to provide services under the common network. But this network has a very limited reach.

Now if the mobile companies or other service providers want to rent their services, they will have to rent it at first to the two NTTN licensees, who will then rent those out to other service providers.

The move was taken unilaterally and will affect the business of the mobile operators, they said.

Zia Ahmed, chairman of Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC), said the commission is amending its previous regulations to this effect.

The BTRC move is aimed at encouraging local entrepreneurs, BTRC officials said.

The two NTTN licensees have been responsible for laying underground fibre optic cable across the country to lease out their cable to other service providers since 2008.

The NTTN operators could only develop their network in Dhaka, and fiber@home has developed some capacity outside Dhaka by taking rent of infrastructure from other mobile companies.

On the other hand, the mobile operators have already developed countrywide fibre optic infrastructure investing more than $400 million.

The mobile companies said, if the transmission infrastructure is used by a single company, their resources will be wasted.

The telecom operators also said, as the infrastructure will be rentable to the NTTN operators only, their huge capacity will remain unused. Internet cost of the end users will also go up, as the NTTN licensees will take rent of the line at first, and then rent it out to other service providers, they said.

Mahmud Hossain, chief corporate officer of Grameenphone, said the NTTN operators will take rent of the fibre optic cable from the mobile operators, and they will offer the service after making profit. It will increase the ultimate cost, he said.

Abu Saeed Khan, secretary general of Association of Mobile Telecom Operators Bangladesh, said the current regulatory action will inevitably increase the cost of bandwidth in Bangladesh which is grossly detrimental to the fundamental spirit of 'Digital Bangladesh' vision of the government.

The BTRC chairman said if the NTTN operators fail to provide the services, the mobile operators will be allowed to share their transmission network with other service providers.

Arif Al Islam, chief executive officer of Summit Communication, said it is not possible to develop the countrywide infrastructure overnight.

He said, when the third generation mobile technology will be launched in the country, a huge demand for bandwidth will be created, and a common infrastructure will be helpful then.

In the long run, the current regulation will be useful for all, he said.

An official of fiber@home said they are developing their network fast and will be able to provide all types of services required by their clients.

An internet service provider said they do not want to switch to the NTTN, as they fear this network will not be able to provide the services they need.

“We will need interfaces in several points which the NTTN will not be able to give us due to a lack of capacity,” said an official of the ISP, asking not to be named.

“They (the NTTN) have limited services outside Dhaka. Even if we enter their network, we will have to invest further in infrastructure development,” the official added.
Tag :

Airtel celebrates its 1st anniversary in Bangladesh

Bharti Airtel, a leading global telecommunications company with operations in 20 countries across Asia and Africa, celebrated its 1st anniversary of its operations in Bangladesh, said a press release.

The news release said Airtel’s strategic business focus on expanding network and introducing innovative products and services in Bangladesh has won the trust of 5.8 million plus customers in Bangladesh till date, making it the fastest growing telecommunications company in the country.

Going forward, Airtel would continue to strengthen its position in the Bangladesh market by enhancing network capabilities and introducing products and services that are innovative, affordable and relevant for its customers in Bangladesh, it added.

In January 2010, Bharti had acquired 70 percent stake in Warid Telecom and subsequently launched brand Airtel in Bangladesh in December 2010.

Chris Tobit, Managing Director and CEO, Airtel Bangladesh Ltd said, “As Bangladesh nears the celebration of 40 years of its independence, we at Bharti Airtel feel proud to be a part of the country’s growth story.”

He added: “It is Airtel’s constant endeavor to contribute towards increasing the penetration of mobile telephony in the deepest pockets of the country and bring world class services for our customers.”

Chris Tobit said, “Our journey with millions of customers in Bangladesh has been remarkable and this success achieved is symbolic of the trust brand Airtel has successfully been able to instigate within our customers here.”

During the span of last one year, Airtel Bangladesh announced several initiatives aimed at helping the company establish a strong position for itself in the market and enriching the lives of the customers in various dimensions.

These initiatives largely focused on ramping up network capabilities, enhancing retail presence and introducing innovative products and services for customers in Bangladesh as they continue supporting the values of the company.

Over the last few months, Airtel added more than 1,500 new network sites in Bangladesh, establishing wide scale availability of its best-in-class services in 4,350 towns including 398 thanas & 2,158 unions.

Aimed at enhancing customer experience, Airtel has established 124 Relationship Centers and 6 Experience Centers across Bangladesh. Apart from the re-launch of brand Airtel in the last year, customers in Bangladesh also saw a host of exciting launches including ‘Airtel Live’ WAP portal, BlackBerry services, Song Catcher, vessel weather alerts and vessel tracking services.

Robi Offer- “Kotha Hobe Ayesh Kore Onekkhon”

Robi Offer- “Kotha Hobe Ayesh Kore Onekkhon”


Dear Robi Club Users, from now you will enjoy 5 free sms daily (maximum 5 times) on sending an sms to any operator. Free sms validity is 1 day. To check free sms balance, dial *222*11#.

Robi Club Tariff details:
>Robi-Robi: tk. 0.25/min (1st min tk. 1) during 12am-6pm & tk. 1/min during 6pm-12am.
>Robi-Others: tk. 1/min 24hrs.
>60 sec pulse.
>tk. 0.48/sms to any no.

To migrate to Robi Club, please dial *8999*7# (free of charge).

For more info, please call 123 (from Robi no.) or 01819400400 (from any no.).

Banglalink Online Service (New)

Dear Banglalink Subscribers, Good News!! Banglalink has been Re-Launched "Banglalink Online Service" on 14th December, 2011 only for Post-Paid Customers.

Under this Service, Post-Paid Customers can check their Payment History, Connection Details, GPRS Package Status, Bill History, FnF Services, VAS Details and many more.

To activate banglalink online service, type "reg" & send sms to 9876 (free of cost).

After successfully sending sms, you will received a 6 digits Password in reply sms.

After receiving the Password, log on to http://onlineservice.banglalinkgsm.com/ & Create your profile and enjoy this service.

For more details, please call 121 or 01911304121.

Second Season of Airtel Quiz Contest

 
Dear airtel customers, airtel has announced the 2nd season of their “service based quiz contest”. Start play & win 10 attractive handsets.

Procedure:
>Call 484801 & register for this quiz contest.
>Once you register, you’ll get a confirmation SMS.
>And then you’ll be asked questions on airtel’s products & services throughout the month. Over the period you’ll get points based on your correct answers & at the end, the top most three contestants will win Nokia handset.

Charge:
>Subscription charge per day tk. 2 + VAT.
>IVR browsing charge per minute tk.

Banglalion & Qubee on problem (বিপাকে কিউবি ও বাংলালায়ন)

বিপাকে কিউবি ও বাংলালায়ন দেশে তারবিহীন ইন্টারনেট ব্যবসায় প্রতিযোগিতা বাড়ছে। ফিক্সড ওয়াইম্যাক্স প্রযুক্তি নিয়ে ব্যবসার জন্য তৈরি হচ্ছে দেশী-বিদেশী কোম্পানি। অপেক্ষাকৃত কম বিনিয়োগে তারা বাজার দখলের পরিকল্পনা করছে। আর শত কোটি টাকা বিনিয়োগ করে ব্যবসা হারানোর ভয়ে শঙ্কিত বাংলালায়ন ও কিউবি। যদিও বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এ শঙ্কা উড়িয়ে দিয়েছে। তার পরও এর বিরোধিতা করছে প্রতিষ্ঠান দুটি। সম্প্রতি বাংলালায়ন ও কিউবি এ ব্যাপারে লিখিত ও মৌখিকভাবে বিটিআরসিকে তাদের আপত্তি জানিয়েছে।
বাংলালায়ন ও কিউবি মনে করছে, রাশিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান মাল্টিনেট গ্রুপের ‘ওলো’ যেভাবে আগ্রাসী বিপণন করছে, তাতে তাদের পক্ষে বাজারে টিকে থাকা কঠিন হবে। বাজার দখল করতে তারা লোকসানে আকর্ষণীয় অফার দিতে পারে। আর এ সুযোগ লুফে নেবে সাধারণ গ্রাহক।
এদিকে বাজারে কম দামে অনলাইন সুবিধা পাওয়ার জন্য এবং সুষম প্রতিযোগিতা সৃষ্টির জন্য ফিক্সড ওয়াইম্যাক্স প্রযুক্তিকে স্বাগত জানিয়েছেন প্রযুক্তিবিদরা। তারা বলছেন, মাত্র দুটি প্রতিষ্ঠান ব্যবসা করায় গ্রাহকরা নিয়মিত ঠকছে। তারা উন্নত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু আরও বেশি কোম্পানি ব্যবসা শুরু করলে অবশ্যই সেবার মান বাড়বে এবং খরচ কম হবে।
এ বিষয়ে বাংলালায়নের চেয়ারম্যান মেজর (অব.) আবদুল মান্নান বণিক বার্তাকে বলেন, ‘নিয়ন্ত্রক সংস্থা যে প্রক্রিয়ায় ফিক্সড ওয়াইম্যাক্সের নামে আইএসপি প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা করার সুযোগ করে দিচ্ছে, তা সম্পূর্ণ বেআইনি। প্রথমত, প্রতিষ্ঠানগুলো ফিক্সড ওয়াইম্যাক্স প্রযুক্তি হওয়া সত্ত্বেও মোবাইল ওয়াইম্যাক্সের প্রযুক্তি অমদানি করেছে, যা বেআইনি। দ্বিতীয়ত, তারা মুভেবল ডিভাইস বাজারে অফার করছে। এর কী নিশ্চয়তা আছে যে, আইএসপি প্রতিষ্ঠানগুলো বাজারে আমাদের মতো সেবা দেবে না। আমরা শত কোটি টাকা দিয়ে লাইসেন্স নিয়ে অসম প্রতিযোগিতার মধ্যে পড়তে যাচ্ছি। অন্যদিকে নামমাত্র মূল্যে আইএসপি প্রতিষ্ঠানগুলো আমাদের মতো সেবা দিতে যাচ্ছে। আমাদের আপত্তির বিষয়টি এরই মধ্যে চিঠি দিয়ে বিটিআরসিকে জানিয়েছি। যদি আমরা এর কোনো যুক্তিসঙ্গত প্রতিকার না পাই, তবে আদালতের শরণাপন্ন হওয়া ছাড়া কোনো পথ খোলা থাকবে না।’
মাল্টিনেট গ্রুপের পণ্য ব্যবস্থাপক এমকে পাশা খান বলেন, ‘আমরা তারবিহীন ইন্টারনেটের যে সেবা দিতে যাচ্ছি, তা দেশের গ্রাহকের ব্যবহারের কথা মাথায় রেখে সাজানো হয়েছে। আমাদের কাছ থেকে দ্রুতগতির উচ্চক্ষমতাসম্পন্ন ইন্টারনেট সেবা পাবে গ্রাহক। এ ধরনের প্রযুক্তি বাংলাদেশে ইন্টারনেট সেবা প্রদানে এক নতুন মাত্রা যোগ করবে। পাঁচ বছর ধরে প্রতিষ্ঠানটি ব্যবসার পরিসর বাড়ানোর প্রস্তুতি নিয়েছে। প্রথমে রাজধানী, পরে দেশের অন্যান্য জেলা ও উপজেলায় ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক বিটিআরসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘ওয়াইম্যাক্স প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতার দৌড়ে ভয় পাচ্ছে কেন? ওয়াইম্যাক্স প্রতিষ্ঠানগুলোকে আমরা ইন্টারনেট ব্যবসা প্রসার এবং নতুন অফার তৈরির সব ধরনের সুযোগ দিয়ে রেখেছি। বর্তমানে তাদের ৩৫ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহারের অনুমতি আছে। আর আইএসপি প্রতিষ্ঠানগুলোকে অনুমতি দেয়া হয়েছে মাত্র ৭ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহারের। ওয়াইম্যাক্স প্রতিষ্ঠানগুলো চাইলে এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে উড়িয়ে দিতে পারে। কিন্তু বাজারে আসার এত দিনেও ওয়াইম্যাক্স প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষকে কতটুকু সেবা দিতে পেরেছে, তা খতিয়ে দেখার বিষয়। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে প্রতিদিনই নতুন কিছু আবিষ্কার হচ্ছে। শুধু ওয়াইম্যাক্সের স্বার্থের কথা চিন্তা করে দেশে নতুন প্রযুক্তি ও বিনিয়োগ আসাকে আমরা বাধা দিতে পারি না। তাদের সুযোগ রয়েছে আরও ভালো করার। ওয়াইম্যাক্স ভালো করবে, তারপর আমরা দেশে প্রযুক্তি আসতে দেব, তা যুক্তিসঙ্গত হতে পারে না। বৃহৎ স্বার্থ দেখলে এতে সাধারণ জনগণ আরও কম দামে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে।’
ফিক্সড ওয়াইম্যাক্সের বিষয়ে বিটিআরসির সিদ্ধান্তকে অনৈতিক বলে জানান অজের ওয়্যারলেস ব্রডব্যান্ড লিমিটেডের (কিউবি) প্রধান বিপণন কর্মকর্তা নেহাল আহমেদ। তিনি বলেন, ‘বিটিআরসি হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। আমরা তাদের সম্মান করি। তাদের এ ধরনের পদক্ষেপ সুস্থ ধারার প্রতিযোগিতা তৈরি করবে না, যা আমাদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড হবে না। আমরা এত টাকা খরচ করে লাইসেন্স নিয়েছি। আর বিনা লাইসেন্সে আইএসপি প্রতিষ্ঠানগুলো বাজারে আমাদের সঙ্গে প্রায় একই সুবিধা নিয়ে আসবে, তা কাম্য নয়। কিন্তু বিটিআরসি নিয়ন্ত্রক সংস্থা বলে আমাদের কিছু করার নেই। নতুন প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আমরা বিটিআরসিকে মৌখিক আপত্তি জানিয়েছি।’
ওয়াইম্যাক্স প্রতিষ্ঠানগুলোর অভিযোগ প্রসঙ্গে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ বলেন, কয়েকটি আইএসপিকে আগে থেকেই তরঙ্গ বরাদ্দ দেয়া ছিল। প্রতিষ্ঠানগুলোকে মবিলিটি ডিজেবল করার শর্তে ‘আইইইই ৮০২ দশমিক ১৬ই’ বেজস্টেশন ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। কারণ এর আগে দেশের আইএসপিগুলোকে তারবিহীন ইন্টারনেট সেবা দেয়ার জন্য ‘আইইইই ৮০২ দশমিক ১৬ডি’ বেজস্টেশন ব্যবহারের অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু এ সিরিজের বেজস্টেশনের ব্যবহার বিশ্বব্যাপী বন্ধ হয়ে যাওয়ায় এ অনুমতি দেয়া হয়েছে। আর আইএসপি প্রতিষ্ঠানগুলোর মবিলিটি নিয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেবে বিটিআরসি।
বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা বলেন, দেশে তারবিহীন ইন্টারনেটের প্রসার পেলে ইন্টারনেট ব্যবহারের মাত্রাও বাড়বে। সাশ্রয়ী দামে মানুষের দোরগোড়ায় ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া যাবে। তাই নতুন প্রতিষ্ঠানগুলোকে স্বাগত জানানো উচিত। কিন্তু এটাও সত্যি, আইএসপি লাইসেন্সের আওতায় তারবিহীন ইন্টারনেট সেবা দেয়ার সুযোগ করে দিলে বড় ধরনের অস্তিত্বসংকটে পড়বে ওয়াইম্যাক্স প্রতিষ্ঠান দুটি। কারণ তারা প্রায় ২১৫ কোটি টাকা খরচ করে সেবা দেয়ার অনুমতি পায়। আর মাত্র ২ লাখ ৮০ হাজার টাকায় প্রায় কাছাকাছি ধরনের সেবা প্রদানের সুযোগ করে দেয়া আসলে কতটা যুক্তিসঙ্গত, তা বিবেচনা করে দেখা দরকার নিয়ন্ত্রক সংস্থার।
মেজর (অব.) আবদুল মান্নান এ অসম প্রতিযোগিতা সম্পর্কে বলেন, বর্তমানে গড়ে এক হাজার টাকায় ২৫৬ কিলোবাইট গতি দিচ্ছে ওয়াইম্যাক্স প্রতিষ্ঠানগুলো। তাদের বাজার নষ্ট করার জন্য যদি ফিক্সড ওয়াইম্যাক্সের আইএসপি প্রতিষ্ঠানগুলো একই দামে ৫১২ কিলোবাইটের তারবিহীন সেবা দেয়, তবে সাধারণভাবেই ব্যবহারকারীরা ফিক্সড ওয়াইম্যাক্সের দিকেই যাবে। কারণ যেহেতু ফিক্সড ওয়াইম্যাক্সের আইএসপি প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স ফি কম, তাই কিছুদিন লোকসান দিয়েও যদি তারা বাজার দখল করতে পারে, তাহলে বড় কোনো ক্ষতি নেই।
এ প্রসঙ্গে তথ্যপ্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবু বকর বলেন, ফিক্সড ওয়্যারলেস ব্রডব্যান্ডের সেবায় এসব প্রতিষ্ঠান আসার ফলে ফিক্সড ইন্টারনেটক্ষেত্রটি প্রতিযোগিতার মুখে পড়বে। এ ক্ষেত্রে বিশাল অঙ্কের বিনিয়োগে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ব্যবসার ঝুঁকি কমাতে বিটিআরসির ভূমিকা থাকা উচিত। একই সঙ্গে ওয়াইম্যাক্স প্রতিষ্ঠান দুটিরও ইন্টারনেট সেবার মবিলিটি বাড়াতে আরও বেশি জোর দেয়া উচিত।
বিটিআরসির সূত্রমতে, আইএসপি লাইসেন্সের আওতায় বর্তমানে দেশে মোট ১৫টি প্রতিষ্ঠানের তরঙ্গ (স্পেকট্রাম) ব্যবহারের অনুমতি আছে। প্রত্যেকে ৭ মেগাহার্টজ তরঙ্গ ব্যবহার করতে পারে। এর মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান কেডিডিআইয়ের ব্র্যাক বিডি মেইল, লিংক থ্রি, আমরা নেটওয়্যার্ক, বেক্সিমকো গ্রুপের বেক্সিমকো, স্কয়ার ইনফরমেটিকস, অগ্নি সিস্টেমস, এডিএন এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান অলওয়েজ অন নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেড অন্যতম।
সম্প্রতি মাল্টিনেট গ্রুপের ওলো আগ্রাসী বিপণনের কারণে আলোচিত হয়। ওলো তারবিহীন ইন্টারনেটে উচ্চক্ষমতাসম্পন্ন দ্রুতগতির সার্ভিসের অফার নিয়ে এসেছে। রাশিয়াভিত্তিক এ প্রতিষ্ঠানটির বিশ্বে অন্যান্য দেশে সেবার মান নিশ্চিত করার সুনাম রয়েছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটি ছোট পরিসরে পরীক্ষামূলকভাবে তাদের সেবা দেয়া শুরু করেছে। গত মাসের ২৫ তারিখ থেকে মাল্টিনেট প্রাতিষ্ঠানিক গ্রাহক পর্যায়ে তাদের বিপণন শুরু করে। এ মাসের ২০-২২ তারিখের দিকে আনুষ্ঠানিকভাবে ব্যবসা শুরুর ঘোষণায় যাচ্ছে প্রতিষ্ঠানটি।
মোবাইল ও ফিক্সড ওয়াইম্যাক্সের পার্থক্য: মোবাইল ওয়াইম্যাক্স ব্যবহারকারী কোনো ধরনের সংযোগ বিচ্ছিন্ন ছাড়া এক টাওয়ার থেকে অন্য টাওয়ারের আওতায় যেতে পারেন। কিন্তু ফিক্সড ওয়াইম্যাক্সের ব্যবহারকারীরা এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে যতবার যাবেন, ততবার তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। সে ক্ষেত্রে ব্যবহূত ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে নতুন সিগন্যাল খুঁজে টাওয়ারের সঙ্গে যুক্ত হয়।
18/12/11 @ বণিক বার্তা

Banglalink Recharge Bonus

Banglalink 100% Bonus Talktime on Recharge:

Enjoy 100% (up to tk300) bonus talktime on recharge minimum TK100 at once.To Register, simply type 'reg' & sending SMS to 7324 (free of cost)
Eligibility : All Prepaid & Call & Control (expect PCO) customers are eligible for this bonus offer.After successfully registration, recharge TK100 at once or more.
To check bonus talktime & validity, simply dial *124*3# or *124*4# Bonus talktime validity is only for 7days & bonus can be used to any non fnf banglalink numbers during 9am to 5pm.
NOTE::Registration will be processed within 24hrs.Bonus talktime will be given within 48hrs.Currently if you are using 25paisa offer, so at first you have to deactivate this offer. To deactivate, simply type 'D' & sending SMS to 4545
This promotion will be continue untill further notification.
For more info call 121 or 01911304121

Robi with Symphony B5 mobile




In recent times customers, irrespective of all income groups want much more than telephony services- to engage themselves with latest communication technologies at minimum expenses. In line with our continuous effort Robi has addressed the need and has come up with a complete solution. The offer includes Symphony B5, Nobanno prepaid connection, daily usage bonus and much more values within an affordable price at only BDT 1499!!
What is the Offer ?
Handset bundle@ BDT 1499 which includes Symphony B5 + Prepaid Nobanno connection and much more....

- Flat tariff 14p/ 10sec for 24 hrs (to any local operator)
- Pulse: 10sec
- Activation bonus 25tk (instant)
- Daily usage bonus- get 5tk upon usage of 10tk (Bonus disbursement instant)
- Affordable voice based and lifestyle services:

  • Robi Radio service
  • Islamic Portal subscription
  • Goongoon subscription
  • Banglanews 24.com- daily news update
Notes:

  • Usage query : *444*1#
  • Usage bonus amount query: *222*1#
  • Maximum bonus BDT 5 in a day.
  • Bonus pulse 60 sec>
  • Bonus minutes & amount cannot be transferable
  • Migration to this plan will not be allowed.
  • Customer can migrate out to other mass plans from this plan.
  • If migrate out from this plans, then, customer will not be allowed for any further bonus under the campaign.
Handset details

Key Features
Display 1.8” TFT
SIM slot Dual SIM
Camera CIF
Multimedia MP3, MP4, FM
Data Services No
Phonebook Entries 150
Technical Features
Display Resolution QQVGA(128X160)
Java No
Antenna built-in antenna
Storage No Phone memory
Extended up to 4GB
Battery 900mAh Li-ion
Stand by time 430 Hours
Talk time 4 Hours,30 minutes
Other Features
Recorder  Audio & Call recorder
Bluetooth No
USB Mass storage Yes
Application No
Special Features Torchlight

  • Handset Warranty: 1 Year from the date of purchase.
  • Battery Charger : 06 months from the date of purchase
  • Warranty card is inside in the box
  • After Sales Service Point: After sales service will be provided by 35 Symphony care across the country.
For More Information FAQ

Banglalink "Bibaholink"


Understanding the consumer needs, banglalink realized the need for classified alert services. In our effort to address these needs, banglalink introduces “Bibaholink”. It is an automatic alert based classified service addressing the needs of those looking for suitable brides and grooms. “Bibaholink” sources the best matching potential bride and grooms, as per the registration preference, and sends an sms to the registrar as per the match.

To avail the service one has to follow the below steps:
Step 1: register by dialing *108*2#, for a monthly fee of 30 taka per month.
Step 2: navigate through the menu to create your desired profile.

Once subscribed, user will get free alerts via sms matching the profile created. Users will also enjoy the option to change the profile details more conveniently.

Subscription fees: TK 15 (excluding VAT) per 15 days.

For more details, please call 121

New VAS: Robi Haat-Bazaar

 
Robi introduced a new service ‘Robi Haat-Bazaar’ for all Robi subscribers. It’s an IVR-based service through which - subscribers may know the daily necessity-goods price list of 16 bazaars in all over in Bangladesh as well as Agro-goods buyers and sellers will be able to trade their products, get additional information, and finally locate each other to finalize the transaction physically.
For availing this service, just dial 2474 & follow the instructions. Per minute IVR browsing charge is Tk. 0.99+VAT. Incoming call from 2474 is completely free.

GrameenPhone Brings Micro SIM For iPhone & iPad


Grameenphone brings Micro SIM cards for iPhone 4 & iPad users to provide the best experience as well as to make life easy.
Micro SIM card is a mini-version of traditional SIM Cards, exclusively required for iPhone4 and iPads.
Because of its unique (smaller) size, micro SIMs usually it cannot be used in any other regular handsets. However, Grameenphone’s Micro SIM cards are designed in such a way that the users can use it for iPhone 4, iPad &/or any other regular handset. The additional

Important Note :

  • Subscribers can avail Micro SIMs from GPCs and GPCFs
  • Currently, this offer is valid for existing subscribers Only. They can avail Micro SIM cards by following the current SIM replacement process
  • Subscribers do not need to pay any extra charge to get Micro SIM card replacement
  • Regular replacement price of BDT 100 (+ 15% VAT) will be applicable.

Stock Limited, so grab your Micro SIM today!!!

রবির গ্রাহকসংখ্যার তথ্যে গরমিল

রবির গ্রাহকসংখ্যার তথ্যে গরমিল চলতি বছরের তৃতীয় প্রান্তিকশেষে (জুলাই-সেপ্টেম্বর) দেশের বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবির আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৮ শতাংশ। এ প্রান্তিকে সর্বোচ্চ আয় করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি প্রকাশিত রবির মূল প্রতিষ্ঠান আজিয়াটার তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। তবে রবির গ্রাহকসংখ্যা সম্পর্কে আজিয়াটার ওয়েবসাইটের তথ্য, আর্থিক প্রতিবেদনের তথ্য ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্যে গরমিল পাওয়া গেছে।
আজিয়াটার ওয়েবসাইটে রবির সর্বশেষ গ্রাহকসংখ্যা দেখানো হয়েছে ১ কোটি ৫৬ লাখ আর বিটিআরসির ওয়েবসাইটে তৃতীয় প্রান্তিকশেষে বা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রবির মোট গ্রাহক দেখানো হয়েছে ১ কোটি ৫২ লাখ ৭৩ হাজার। বিটিআরসির তথ্য অনুযায়ী অক্টোবরশেষে রবির গ্রাহক দাঁড়িয়েছে ১ কোটি ৫৫ লাখ ৫৫ হাজার। এদিকে আজিয়াটার ওয়েবসাইট ও তাদের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনেও গ্রাহকসংখ্যার তথ্যে ব্যাপক গরমিল লক্ষ করা যায়। আজিয়াটার তৃতীয় প্রান্তিকের প্রতিবেদনে রবির মোট গ্রাহক দেখানো হয়েছে ২ কোটি ১৪ লাখ ৩৩ হাজার। অর্থাৎ সেপ্টেম্বরশেষে বিটিআরসি ও আজিয়াটার আর্থিক প্রতিবেদনে দেখানো রবির গ্রাহকসংখ্যার পার্থক্য ৬১ লাখ ৬০ হাজার। আবার আজিয়াটার ওয়েবসাইট ও আজিয়াটার আর্থিক প্রতিবেদনে দেখানো রবির গ্রাহকসংখ্যার পার্থক্য ৫৮ লাখ ৩৩ হাজার। প্রশ্ন হচ্ছে, রবির গ্রাহকসংখ্যা আসলে কত?
তবে রবির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান বিষয়টির ব্যাখ্যা দিয়ে বলেন, আজিয়াটার প্রতিবেদনে বিক্রি হওয়া মোট সিমের সংখ্যা দেখানো হয়েছে। আর ওয়েবসাইটে গ্রাহকসংখ্যা সম্পর্কে সঠিক তথ্য দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ বলেন, দেশের মোবাইল ফোন অপারেটরদের মধ্যে তথ্য লুকানোর প্রবণতা আছে। সুযোগ পেলেই তারা এটা করে। এ ধরনের ঘটনা নজরে এলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চাওয়া হবে এবং সত্যতা মিললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, গ্রাহক সংখ্যার তথ্য নিয়ে দেশের অন্য কোনো মোবাইল ফোন অপারেটরের তথ্য ও বিটিআরসির তথ্যের মধ্যে বড় ধরনের গরমিলের অভিযোগ এখনো ওঠেনি।
আজিয়াটার প্রতিবেদনে, গত বছরের তৃতীয় প্রান্তিক থেকে এ বছরের একই সময় পর্যন্ত রবির গ্রাহক বেড়েছে ৩৭ শতাংশ। এ বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় গ্রাহক প্রবৃদ্ধি ৮ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকশেষে রবির গ্রাহক ছিল ১ কোটি ৯৮ লাখ ৮৩ হাজার। আর তৃতীয় প্রান্তিকশেষে প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১৪ লাখ ৩৩ হাজার।
আজিয়াটার প্রতিবেদন অনুযায়ী, ২০১০ সালের তৃতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছরের একই সময়ে রবির আয় বেড়েছে ১৮ শতাংশ। এদিকে গত বছরের তৃতীয় প্রান্তিক থেকে এ বছরের একই সময় পর্যন্ত এ হার ১৩ শতাংশ বেড়েছে। আর চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এ হার বেড়েছে ৩ শতাংশ।
তৃতীয় প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় রবির সুদ, কর, অবচয় ও অবলোপন-পূর্ববর্তী মুনাফা (ইবিআইটিডিএ) ১৩ শতাংশ বেড়েছে। গত বছরের তৃতীয় প্রান্তিক থেকে এ বছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত ৫ শতাংশ বেড়েছে প্রতিষ্ঠানটির ইবিআইটিডিএ। আর ২০১০ সালের তুলনায় এ হার ৫ শতাংশ বেড়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এ হার বেড়েছে ১৮ শতাংশ।
তবে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কর-পরবর্তী মুনাফা (পিএটি) গত বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছরের একই সময়ে কমেছে ৪ শতাংশ। এ বছরের সেপ্টেম্বরে ৫২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নেটওয়ার্ক অবকাঠামোর উন্নয়নকালে পুরনো যন্ত্রপাতির বদলানোয় বর্ধিত অবলোপন এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের জন্য প্রতিষ্ঠানটির পিএটি কমেছে বলে জানা গেছে।
মাহমুদুর রহমান জানান, আয়ের প্রবৃদ্ধিতে রবি আনন্দিত। তবে এটি আরও বাড়ানোর প্রত্যাশা করা হচ্ছে। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের প্রভাবে পিএটি কমেছে। এ অবমূল্যায়নের ব্যাপারে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই।
তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির গ্রাহকদের গড় ফোন কল বেড়েছে। গত বছরের তৃতীয় প্রান্তিকে রবির গ্রাহকরা গড়ে ১৪৮ মিনিট করে কল করেন আর চলতি বছরের একই সময়ে তা দাঁড়িয়েছে ১৬৩ মিনিট। তৃতীয় প্রান্তিকশেষে রবির গ্রাহকপ্রতি আয় (এআরপিইউ) কমেছে। গত বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির এআরপিইউ ছিল ১৯৫ টাকা। এ বছরের তৃতীয় প্রান্তিকশেষে তাদের এআরপিইউ দাঁড়িয়েছে ১৮০ টাকা।
২০১০ সালে একটেলের সিংহভাগ শেয়ার কিনে নেয়ার মাধ্যমে এ দেশে কার্যক্রম শুরু করে আজিয়াটা। এ ক্ষেত্রে তাদের সঙ্গে যুক্ত হয় জাপানের এনটিটি ডোকোমো। রবি নামে রি-ব্র্যান্ডিংয়ের মাধ্যমে নতুন করে যাত্রা করে প্রতিষ্ঠানটি। রি-ব্র্যান্ডিংয়ের পর গ্রাহক প্রবৃদ্ধির দিক দিয়ে দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটরে পরিণত হয়েছে রবি। গ্রাহক সংখ্যার দিক দিয়ে দেশের ছয়টি মোবাইল ফোন অপারেটরের মধ্যে রবির অবস্থান তৃতীয়।
২০১১ সালের তৃতীয় প্রান্তিকে আজিয়াটার আয় ৫ শতাংশ বেড়েছে। প্রতিষ্ঠানটির ইবিআইটিডিএ কমেছে দশমিক ২ শতাংশ। আর পিএটি ১৫ দশমিক ৭ শতাংশ কমেছে আজিয়াটার। প্রতিষ্ঠানটির মূলধনী ব্যয় বেড়েছে ৬৪ দশমিক ৪ শতাংশ।
প্রসঙ্গত, এশিয়ার ১০টি দেশে তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের ব্যবসা রয়েছে মালয়েশিয়াভিত্তিক প্রতিষ্ঠান আজিয়াটার। এর মধ্যে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও শ্রীলংকায় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রয়েছে তাদের। আর ভারত ও ইরানে টেলিযোগাযোগ খাতে আজিয়াটার সহযোগী প্রতিষ্ঠান আছে। অঙ্গ ও সহযোগী প্রতিষ্ঠান মিলিয়ে তাদের ১৮ কোটি ৭০ লাখেরও বেশি মোবাইল গ্রাহক রয়েছে।

অবৈধ ভিওআইপি করছে বিটিসিএল ও ১১ হাজার কোটি নগদ নারায়নের খতিয়ান

নিউজে অনেক খবর দিলেও এখানে অবৈধ্য লেনদেনের টাকার পরিমান খুবই সতর্ক ভাবে রিপোর্টার উল্লেখ করেন নি।আমি হিসাবটা দিচ্ছি। ৫. গত জুনের এক হিসাবে দেখা যায় দেশে প্রতিদিন ৬ কোটি মিনিট আন্তর্জাতি কল অবৈধ্য ভিওআইপি/টারমিনেট করা হয়।যার প্রতি মিনিটের সরকারি সরকারী রাজস্ব ৪ ইউএস সেন্ট। দৈনিক ৩০ কোটি টাকা বছরে ১১ হাজার কোটি টাকা। আমরা আসলে আন্দাজ করার মত সামান্য ধারনাও রাখি না দেশের বাতাস বেঁচে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ে কি পরিমান হরিলুট চলে।
নিচে রাজি উদ্দিন রাজু'র ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের দায়িত্ব নেয়ার পর এই মন্ত্রনালয়ের সংগঠিত মোটা দাগের কয়েকটি অর্থনৈতিক কর্মকান্ডের নিউজ শেয়ার করলাম মেমরি রিফ্রেস করার জন্য। দেখেন রাজি উদ্দিনকে আন্দাজ করতে পারেন কি ?
১. গত মাসেই দেখেছেন গ্রামীনফোন এক চেকে এই মন্ত্রনালয়কে ১৩০০ কোটি টাকা দিয়েছে। যা ছিল দেশে এযাবৎ সবচেয়ে বড় চেক।
২. গত দুই বছর ধরে শুনেছেন গ্রামীন, বাংলালিংক, সিটিসেল, রবি এই চারটি মোবাইল অপারেটরের লাইসেন্স নবায়ন বাবদ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় ২৭ হাজার কোটি টাকা পাবে। কখনও শুনেছেন ১৫ হাজার কোটি। সর্বশেষ রফা হয়েছে ৩-৪ হাজার কোটি টাকা এবং ইনস্টলমেন্ট শুরু হয়ে গেছে।
৩. ২০০৯ সালে ভারতের এয়ারটেল মাত্র এক কোটি টাকা এসেট ভ্যালু দেখিয়ে ওয়ারিদের ৭০ শতাংশ শেয়ার ৭০,০০০০ সত্তুর লাখ টাকায় ক্রয় দেখিয়ে অনুযায়ী ৫.৫ শতাংশ তিন লক্ষ পচাশি হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে দেখিয়েছে কাগজ পত্র করে নিয়েছে।
৪. ২০০৯ জানুয়ারী মাসে সারাদেশে অপটিক ফাইবার স্থাপনের জন্য অপটিক এট হোম নামক একটি মাত্র কোম্পানীকে লাইসেন্স দিয়েছে। পরে কোন ধরনের নিয়মনীতি না মেনে আরও একটি কম্পানীকে লাইসেন্স দেয়।
৫. গত জুনের এক হিসাবে দেখা যায় দেশে প্রতিদিন ৬ কোটি মিনিট আন্তর্জাতি কল অবৈধ্য ভিওআইপি ব্যবসা হয়।যার প্রতি মিনিটের সরকারি সরকারী রাজস্ব ৪ ইউএস।তাহলে ভাবুন এই মন্ত্রনালয়ে প্রতিদিন কত কোটি টাকা শুধু ভিওআইপিতে ব্যবহার হয়।
৬. সেই জানুয়ারী ২০০৯ থেকে ছয় মাসের মধ্যে ১২ হাজার টাকায় ল্যাপটপ বানানোর প্রজেক্ট হাজার কোটি টাকা খরচ করে আজ ৩ বছরেও মার্কেটে আনতে পারে নি। অথচ ভারত পরে উদ্দোগ নিয়ে ২০০৯ সালেই ৭ হাজার টাকায় নোটবুক বানিয়ে মার্কেটে ছেড়ে দিয়েছে।
৭. টেলিটককে ঢেলে সাজানোর নামে ২০১০ সালে চিন থেকে ১৫০০শ কোটি টাকা চড়া সূদে লোন নিয়ে চিন থেকেই যন্ত্রপাতি আমদানির যোগশাযোসে সব টাকা শেষ অথচ টেলিটকের অবস্থা আজও যা ছিল তার চেয়ে খারাপ।
৮. ওয়াইমেক্সের এক চেটিয়া ব্যবসা অব্যহত রাখার জন্য ওয়াইম্যাক্সের শত্রু ৩জি এর লাইসেন্স ছয় মাসের মধ্যে দিয়ে দেওয়া হবে বলে ৩ বছর কাটিয়ে দিয়েছে।এতে কত খেয়েছে কে খবর রাখে।
৯. টেরেস্টারিয়াল লিংক লাইসেন্স, ফ্রিকোয়েন্স এলোকেশন, মোবাইল অপারেটরদের হাজার রকম বানিজ্যের অনুমোদন, পিএসটিএন, আইপি ফোন লাইসেন্স, ভিওআইপি লাইসেন্স, ব্যান্ডউইথ এ্যাক্সপোর্ট, স্যাটালাইট টিভি চ্যানেলের ফ্রিকোয়েন্সি বরাদ্দ সহ আরও একশর উপর খাত আছে যার প্রতিটিতে হয়েছে শত কোটি টাকার লেনদেন।
খেয়াল করে দেখুন তো ২০০৬ সালে সাবমেরিন ক্যাবলে যুক্ত হওয়ার পর গত ৫ বছরে তথ্যপ্রযুক্তি বেসিক অবকাঠামো বা নেটওয়ার্কিংয়ে এক ইঞ্চি অগ্রগতিও হয়েছে কি ? এই সবটুকু দায়িত্ব ছিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজি উদ্দিন রাজু। ধরলাম ২০০৭-২০০৮ সালে কেয়ারটেকার সরকার ছিল ? ঠিক আছে পরের ৩ বছরে কি হইছে যেখানে আগের দুই বছরও ক্ষতি পুশিয়ে নেয়ার কথা ছিল ? সেদিন ২০০৭ সালে আপনি যেই ভাবে ও পরিমান ইন্টারনেট সংযোগ পেতেন তার কোন উন্নতি হয়েছে কি ? হলে দেখান ? কোথায় অবকাঠামোগত কোন ডেভলপমেন্ট হয়েছে ? অপটিক ক্যবল নেটওয়ার্ক, থ্রিজি কোথায় কি ? এক ফোটাও হয়নি।উল্লেখ্য এগুলো হলে ভিওআইপি ১১ হাজার কোটি টাকার নগদ নারায়ন বন্ধ হয়ে যাবে। তবে হ্যাঁ, ডিজিটাল বাংলাদেশের নামে হাজার কোটি টাকা খরচ হয়েছে ঠিকই যন্ত্রপাতি কেনার নামে।
Tag :

ভিওআইপির শীর্ষে টেলিটক

অবৈধ পথে আন্তর্জাতিক কল আদান-প্রদানে (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল-ভিওআইপি) এগিয়ে রয়েছে সরকারি মুঠোফোন কোম্পানি টেলিটক।
দেড় বছর ধরেই টেলিটক অবৈধ পথে ভিওআইপির ব্যবহারে শীর্ষ অবস্থানটি ধরে রেখেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) বসানো বৈদেশিক কল শনাক্তকরণ যন্ত্রে গত ১৯ মাসে অবৈধ পন্থায় আসা পাঁচ লাখ ৩৪ হাজার ৪২৯টি কলের মধ্যে ৫৯ দশমিক ২১ ভাগই এসেছে টেলিটকের মাধ্যমে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছে টেলিটক কর্তৃপক্ষ। অন্যদিকে বিটিআরসি এ অপরাধের বিষয়ে টেলিটককে চিঠি পাঠিয়েই দায়িত্ব শেষ করেছে। যদিও বেসরকারি মুঠোফোন কোম্পানিগুলোর ক্ষেত্রে বিটিআরসি যথেষ্ট কঠোর।
যুক্তরাষ্ট্রভিত্তিক বৈদেশিক কল শনাক্তকারী প্রতিষ্ঠান মিউচি সলিউশনের পাঠানো প্রতিবেদন অনুযায়ী, গত বছরের মে মাস থেকে চলতি বছরের ২২ নভেম্বর পর্যন্ত ১৯ মাসে বাংলাদেশে ১৫ লাখ ২০ হাজার বৈদেশিক কল এসেছে। এর মধ্যে ৩৫ দশমিক ৬৯ শতাংশ কলই আসে অবৈধ পথে। অবৈধ ভিওআইপির মাধ্যমে আসা পাঁচ লাখ ৩৪ হাজার ৪২৯ কলের মধ্যে শুধু তিন লাখ ১৬ হাজার ৪০৮টি কল এসেছে টেলিটক সংযোগের মাধ্যমে। এ কাজে বারবার ব্যবহার হয়েছে টেলিটকের ৫৮ হাজার ৯১টি সংযোগ।
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, বিটিআরসি যেসব সংযোগ নিয়ে অভিযোগ দিয়েছে, ত ৎক্ষণা ৎ সেগুলো বন্ধ করা হয়েছে। প্রায় এক লাখ সংযোগ বন্ধ করা হয়েছে জানিয়ে তিনি দাবি করেন, এ পর্যন্ত অবৈধ ভিওআইপি নিয়ে বিটিআরসির পরিচালিত অভিযানগুলোর কোনোটাতেই টেলিটকের সংযোগ পাওয়া যায়নি।
মিউচি ও বিটিআরসির তথ্যে, অবৈধ পথে বৈদেশিক কল আদান-প্রদানে টেলিটকের পর রয়েছে বাংলালিংকের অবস্থান। গত ১৯ মাসে তাদের ৬৭ হাজার ৪২৬টি সংযোগের মাধ্যমে ৯০ হাজার ১১৫টি কল এসেছে। এয়ারটেলের ৫৪ হাজার সংযোগ দিয়ে ৭৯ হাজার ২৪১টি কল এসেছে। রবির ২৩ হাজার ৯৭৯টি সংযোগ দিয়ে ৩৯ হাজার ৬২১টি আন্তর্জাতিক কল (ইনকামিং) বাংলাদেশে এসেছে।
গ্রামীণফোনের দুই হাজার ৯১৮ সংযোগের মাধ্যমে তিন হাজার ৬৪৪টি কল এসেছে। আর সিটিসেলের ৯২৪টি সংযোগের মাধ্যমে এক হাজার ৩৬০টি আন্তর্জাতিক কল এসেছে।
সরকারি ল্যান্ডফোন প্রতিষ্ঠান, বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ৮৬১টি সংযোগের মাধ্যমে তিন হাজার ৩৬৭টি কল আসার তথ্য রয়েছে ওই প্রতিবেদনে।
এ প্রসঙ্গে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বলেন, অবৈধ কল কিছুটা বেড়েছে। এ জন্য সরকারি কোম্পানি দুটিও দায়ী। এ বিষয়ে মন্ত্রণালয়কে বারবার লিখেও কোনো সাড়া মেলেনি। তিনি অভিযোগ করেন, বিটিআরসি চাইলেই সব জায়গায় অভিযান চালাতে পারে না। টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এবং বিটিসিএল ও টেলিটকের বোর্ড চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন, ভিওআইপি নিয়ন্ত্রণের দায়িত্ব বিটিআরসির।
Tag :

অবৈধ ভিওআইপি করছে বিটিসিএল

ভিওআইপির অবৈধ ব্যবসা করছে সরকারি সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড বা বিটিসিএল। সরকার কয়েক বছর ধরে অবৈধ এই ব্যবসার বিরুদ্ধে অনেক ধরনের পদক্ষেপ নিয়েছে। অথচ খোদ সরকারি সংস্থাই নির্বিঘ্নে এই কাজটি করে যাচ্ছে।
সরকারি ল্যান্ডফোন প্রতিষ্ঠান বিটিসিএলের এক্সচেঞ্জের মাধ্যমে দিনে কত মিনিট বৈদেশিক কল আদান-প্রদান হচ্ছে, তারও কোনো হিসাব নেই। হিসাব পাওয়ার যন্ত্র মহাখালী আইটিএক্সের সিডিআর (কল ডিটেইল্ড রিপোর্ট) ব্যবহার না করায় নষ্ট হয়ে পড়ে আছে। এতে সরকারও বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
বিটিসিএলের এই অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে রাজিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমি নিজেও এ অভিযোগ শুনেছি। তবে এটি সম্পূর্ণ গুজব। যদিও আমি জানি আমার মন্ত্রণালয়-সম্পর্কিত যাবতীয় অভিযোগের জন্য মন্ত্রী হিসেবে আমাকেই দায়িত্ব নিতে হবে।’ কী পদক্ষেপ নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘সব জায়গায় ভালো-খারাপ মিশিয়ে লোকজন থাকে। দেশ ও সরকারের ক্ষতি হয়, এমন কাজ কেউ করলে তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
অন্য নম্বর দিয়ে ভিওআইপি: গত ১১ এপ্রিল মুঠোফোন অপারেটর গ্রামীণফোন তাদের নম্বর দিয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কল আদান-প্রদানের অভিযোগ আনে বিটিসিএলের বিরুদ্ধে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও বিটিসিএলকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, গত ৩০ মার্চ ও পয়লা এপ্রিল, এই দুই দিনে গ্রামীণফোন সিরিয়াল নম্বর ৮৮০১৭০২০০০০৭৪ দিয়ে শেরেবাংলা নগর অ্যালকাটেল এক্সচেঞ্জের মাধ্যমে সাত লাখ পাঁচ হাজার ৫৪৯ সেকেন্ডে মোট এক হাজার ৬৫৯টি অভ্যন্তরীণ কল এবং মহাখালী আইটিএক্স-৫ দিয়ে ৬০ লাখ ২৫ হাজার ২৪২ সেকেন্ড ব্যবহার করে মোট ১৩ হাজার ৩৯১টি বৈদেশিক কল আদান-প্রদান করা হয়েছে। এ হিসাবে মাসে দুই লাখের বেশি বিদেশি কল অবৈধভাবে করার অভিযোগ করেছে গ্রামীণফোন।
জড়িত ব্যক্তি: অনুসন্ধানে জানা গেছে, বিটিসিএলের অবৈধ ভিওআইপির সঙ্গে প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা জড়িত রয়েছেন। সরকারের একটি গোয়েন্দা সংস্থাও সম্প্রতি এ বিষয়ে অনুসন্ধান ও তদন্ত শেষে জড়িত ব্যক্তিদের নামের তালিকাসহ পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে।
অবৈধ এই ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে নাম রয়েছে, মহাখালী আইটিএক্সের বিভাগীয় প্রকৌশলী হাবিবুর রহমান প্রামাণিক ও সহকারী বিভাগীয় প্রকৌশলী রোনাল্ড চাকমা, মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের টেলেক্স, টিপি ও ইন্টারনেট বিভাগের বিভাগীয় প্রকৌশলী জমিরউদ্দিন মোহাম্মদ বাবর, একই এক্সচেঞ্জের আইটিএক্সের বিভাগীয় প্রকৌশলী মো. তৌফিক এবং সহকারী বিভাগীয় প্রকৌশলী মাসুদ রানাসহ এক ডজন কর্মকর্তা-কর্মচারী।
এঁদের মধ্যে হাবিবুর রহমান প্রামাণিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১০ সালে আর্থিক দুর্নীতির অভিযোগে মামলা করে। ওই মামলার অভিযোগপত্র দ্রুত আদালতে জমা দেওয়া হবে বলে দুদক সূত্র জানায়। যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান। ধমক দিয়ে বলেন, ‘মিডিয়ার কারণে শান্তিতে বাস করার উপায় নেই।’
এই এক্সচেঞ্জের মহাব্যবস্থাপক আনোয়ারুল মামুনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই অভিযোগ প্রথম তিনি প্রতিবেদকের কাছ থেকেই শুনলেন।
সহকারী বিভাগীয় প্রকৌশলী মাসুদ রানা বিগত জোট সরকারের সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলেন। গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে মাসুদ রানার বিষয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছিল দুর্নীতিবিরোধী টাস্কফোর্স। অবৈধ ভিওআইপির অভিযোগ সম্পর্কে মাসুদ রানার কাছে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিটিসিএলের কে কে এসব তথ্যের জোগান দিয়েছে, তাদের নাম জানতে চান। একপর্যায়ে তিনি ফোনের সংযোগ কেটে দেন।
সহকারী বিভাগীয় প্রকৌশলী রোনাল্ড চাকমার বিরুদ্ধে ভিওআইপির অভিযোগ অবশ্য অল্প দিনের। রোনাল্ড চাকমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কার কাছে গল্প শুনতে গিয়েছিলেন। যারা ভিওআইপি করছে, তাদের খবর পান না, নিরীহদের পেছনে দৌড়ান।’
মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের টেলেক্স, টিপি ও ইন্টারনেট বিভাগের বিভাগীয় প্রকৌশলী জহিরউদ্দিন মোহাম্মদ বাবর তাঁর সম্পর্কে অভিযোগ অস্বীকার করে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
নষ্ট সিডিআর, আইসিএক্সও নেই: বিটিসিএলের সিডিআর (কল ডিটেইল্ড রিপোর্ট) বিকল থাকলেও এ নিয়ে মন্ত্রণালয়ের কোনো মাথাব্যথা নেই। আবার ২০০৮ সালের ফেব্রুয়ারিতে বিটিসিএলকে ইন্টার কানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) লাইসেন্স দেওয়া হলেও আজও এক্সচেঞ্জ স্থাপন করা হয়নি। ফলে বিদেশি কলের পাশাপাশি দেশি কলেরও সঠিক হিসাব তাদের কাছে নেই।
নিয়ম অনুযায়ী, দৈনিক বিদেশি কলের পরিমাণ সপ্তাহ শেষে বিটিআরসিতে জমা দেওয়ার কথা। বিধি অনুযায়ী কলপ্রতি তিন সেন্ট হিসাবে বিটিসিএল আয়ের ৬০ শতাংশ সরকারকে রাজস্ব হিসাবে জমা দেবে। কিন্তু অবৈধ ভিওআইপি করায় সরকার পুরো রাজস্ব থেকেই বঞ্চিত হচ্ছে।
অতিরিক্ত এসটিএম-১: নিরবচ্ছিন্নভাবে ও দ্রুত আন্তর্জাতিক কল আদান-প্রদানে ব্যবহার করা হয় এসটিএম-১ (সিঙ্ক্রোনাস ট্রান্সপোর্ট মডিউল)। বিটিআরসির তথ্যমতে, বৈদেশিক কল আদান-প্রদানের লাইসেন্সপ্রাপ্ত মীর টেলিকম ও নভোটেলের পাঁচটি করে এবং বাংলাট্রাকে চারটি এসটিএম ১ রয়েছে। অন্যদিকে বিটিসিএলের রয়েছে ৫৪টি এসটিএম ১।
প্রায় ১০ গুণের বেশি এসটিএম-১ ব্যবহার করেও বিটিসিএল, ওই সব বেসরকারি প্রতিষ্ঠানের একটির সমানও বিদেশি কল আনা-নেওয়া করতে পারে না।
তাহলে অতিরিক্ত এসটিএম ১ দিয়ে কী করা হয়?—বিটিসিএলের কারিগরি কক্ষে উপস্থিত কর্মী বা প্রকৌশলীরা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
একই প্রশ্নের জবাবে টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেন, ‘এগুলো অবশ্যই কোনো কারিগরি কাজে লাগে। বিটিসিএলের প্রকৌশলীরাই ভালো বলতে পারবেন।’
পাঁচ সদস্যের কমিটি: এদিকে, অবৈধ ভিওআইপি ব্যবসা নিয়ে গত সোমবার বিশেষ বৈঠক করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। বিটিসিএল ও টেলিটকের মাধ্যমে অবৈধ ভিওআইপির পরিমাণ বেড়ে যাওয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিটিসিএল ও টেলিটক কর্তৃপক্ষ এর সদুত্তর দিতে পারেনি বলে বৈঠক সূত্রে জানায়।
পরে ভিওআইপির অবৈধ ব্যবসা বন্ধে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি করা হয়। বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক মো. আহসান হাবীব খানকে প্রধান করে মন্ত্রণালয় ও বিটিআরসির দুজন করে প্রতিনিধি কমিটিতে রাখা হয়। যদিও বিটিআরসিতে ইতিমধ্যে একই ধরনের একটি কমিটি বর্তমান রয়েছে।
টানা তিন ঘণ্টার ওই বৈঠকে বিটিআরসি কর্তৃপক্ষ বলে, সিডিআর অকার্যকর থাকায় বিটিসিএলের পক্ষে অনেক কিছুই ফাঁকি দেওয়া সম্ভব। এ বিষয়ে দ্রুত নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয় বৈঠকে।
Tag :

- Copyright © 2013 telecom bd - Metrominimalist - Powered by Blogger - Designed by Johanes Djogan | Distributed by Rocking Templates -