বাংলাদেশের ষষ্ঠ মোবাইল অপারেটর কোম্পানি ওয়ারিদ ১লা ডিসেম্বর থেকে এয়ারটেল নামে পরিবর্তিত হয়াছে।
তবে আপাতত এয়ারটেল ব্র্যান্ড তারা শুধু অভ্যন্তরীণ কাজে ব্যবহার করবে।
প্রসঙ্গত, এ বছরের ১২ জানুয়ারী ভারতী এয়ারটেল বাংলাদেশের ওয়ারিদ টেলিকমের ৭০% শেয়ার প্রায় ১ বিলিয়ন ডলারে অধিগ্রহণ করেছে বলে ঘোষণা দেয়। দক্ষিণ এশিয়ার মধ্যে এয়ারটেল ভারত ছাড়াও ইতিমধ্যে শ্রীলংকায় তাদের কার্যক্রম চালাচ্ছে।
এতোদিন ধরে ওয়ারিদ টেলিকম আবুধাবির ধাবি গ্রুপের একটি সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে বাংলাদেশের ৬৪ জেলায় প্রায় ২.৯ মিলিয়ন লোককে তাদের সেবা দিচ্ছে।
কিছুদিন আগে এয়ারটেল কোম্পানির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সুনীল ভারতী মিত্তাল তাদের এয়ারটেল এর নতুন লোগো উন্মোচন করেন যা যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের ডিজাইনকৃত।

- Copyright © 2013 telecom bd - Metrominimalist - Powered by Blogger - Designed by Johanes Djogan | Distributed by Rocking Templates -