The Executive Committee of the National Economic Council (ECNEC) on Tuesday at May 03, 2011 approved the final authentication project to launch Teletalk 3G technology and extend the existing 2.5G network, planning minister A K Khandker told reporters.
Planning secretary Manzur Hossain told also that Teletalk would be able to serve the 3G technology to 1.72 million subscribers and 2.5G to over 4.7 million. Manzur said the estimated project period is January 2011-December 2012.

টেলিটকে থ্রি জি সেবা চালুর প্রকল্প একনেকে অনুমোদন টেলিযোগাযোগ খাতের রাষ্ট্রায়ত্ত্ব কোম্পানি টেলিটকের মাধ্যমে তৃতীয় প্রজন্মের (থ্রি জি) মোবাইল ফোন সেবা চালুর জন্য একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের এই সভা হয়।

সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের বলেন, 'ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থ্রি জি প্রযুক্তি চালুকরণ এবং ২.৫ জি নেটওয়ার্ক ¤প্রসারণ' প্রকল্প সভায় অনুমোদন হয়েছে।

পরিকল্পনা সচিব মঞ্জুর হোসেন সাংবাদিকদের বলেন, টেলিটক ১৭ লাখ ২৮ হাজার গ্রাহককে থ্রি জি সেবা দিতে পারবে। এছাড়া ৪৭ লাখ ৭২ হাজার গ্রাহককে ২.৫ জি সেবা দিতে পারবে তারা।

এ প্রকল্পে ব্যয় হবে ১৯০১ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ৪২৪ কোটি টাকা। বাকি ১৪৭৭ কোটি টাকা চীন সরকারের কাছ থেকে বার্ষিক ২ শতাংশ সুদে ঋণ নেওয়া হবে।

সচিব জানান, প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত কোনো প্রতিষ্ঠানকে থ্রি জি সেবা পরিচালনার লাইসেন্স দেয়নি। তবে এ লাইসেন্সের নীতিমালা চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

- Copyright © 2013 telecom bd - Metrominimalist - Powered by Blogger - Designed by Johanes Djogan | Distributed by Rocking Templates -