- Back to Home »
- grameenphone , Spotlight »
- গ্রামীণফোনের ১১ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
প্রলোভন দেখিয়ে নিরীহ গ্রাহকদের অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ মোট ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা করা হয়েছে।
আজ সোমবার সকালে চট্টগ্রাম মহানগর হাকিম মুনতাসীর আহমদের আদালতে চট্টগ্রাম জজ আদালতের আইনজীবী এস এইচ এম হাবিবুর রহমান ওই মামলা করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের জন্য বিষয়টি মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠিয়েছেন।
মামলার বাদী এস এইচ এম হাবিবুর রহমান আজাদ বলেন, ‘১০ টাকার বিনিময়ে গ্রামীণ থেকে গ্রামীণ নম্বরে ৪০ মিনিট (প্রতি মিনিট ২৫ পয়সায়) কথা বলার প্রলোভন দেখিয়ে ভ্যাটসহ আমার ১১ টাকা ৫০ পয়সা কেটে নেওয়া হয়। গ্রামীণফোন থেকে এসএমএস পাঠিয়ে আমার এসএমএস পাওয়ার স্বীকারোক্তিও জানানো হয়। অথচ আমি অফারটি ভোগ করতে পারিনি। এর আগেই আমার ব্যালেন্স শূন্য হয়ে যায়।’
হাবিবুর রহমান আজাদ আরও বলেন, ‘পরে গ্রামীণফোন কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে কিছু করণীয় নেই বলে জানায়। এভাবে জনগণের বিশ্বাস ভঙ্গ করায় জনস্বার্থে মামলাটি করেছি।’
সৌজন্যে: দৈনিক প্রথম আলো