- Back to Home »
- Spotlight »
- High Court Ruled to BTRC
The High Court on Monday asked Bangladesh Telecommunications Regulatory Commission to allow the cellular phone operators in selling SIM or RUIM cards by taking alternative identification documents if the subscriber does not have the National Identity Card. A bench of Justice M Moazzam Husain and Justice Md Habibul Gani also issued a rule asking the telecommunications ministry’s secretary and the telecommunication authorities to explain in four weeks why making the production of national identity card mandatory for buying RUIM/SIM Cards from the mobile operators should not be declared illegal. The authorities were also asked to explain why they should not be directed to allow other identification documents until the government issues a notification in the official gazette as enumerated in Section 11 of the National Identity Registration Act 2010. The court passed the order after hearing a public interest litigation filed by Supreme Court lawyer Mominul Islam Chowdhury challenging the legality of production of individual’s ID card for buying a SIM and RUIM. Petitioner’s lawyer Aneek R Haque told the court that Bangladesh Telecommunication Regulatory Commission issued a circular on August 14 asking approved dealers to sell all kinds of SIMs, RIMs only after taking photocopies of ID cards, passport sized photographs and fingerprints of customers. As there was no official gazette notification, the mandatory requirement for producing NID imposed by BTRC and the ministry was illegal, the lawyer submitted. He said that many citizens, who have applied for national identity card but are yet to receive the card, are deprived of availing any public service by the mandatory requirements. The lawyer said that the telecom authorities’ notification was inconsistent with the circular of the government and the election commission that the use of national identification cards cannot be compulsory for any purpose, argued the lawyer.
(প্রিয় টেক) মোবাইল ফোনের সিম কার্ড ক্রয়ে জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি বিকল্প হিসাবে অনান্য ব্যবস্থাও সংযোজন করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. হাবিবুল গণি সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
একই সঙ্গে সিম কার্ড কেনার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের অনুলিপি সংযুক্তির বিধান সংশোধনে নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে টেলিযোগাযোগ সচিব ও বিটিআরসি চেয়ারম্যানকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর বিটিআরসি মোবাইল ফোনের সিম কিনতে ইচ্ছুক ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের অনুলিপি বাধ্যতামূলকভাবে রেজিষ্ট্রেশন ফর্মের সঙ্গে সংযুক্ত করতে মোবাইল অপারেটরদের নির্দেশ দেয়। বলা হয়, বিটিআরসি জাতীয় পরিচয়পত্র অনুসারে গ্রাহককে সনাক্ত করতে পারলেই ক্রয় করা সিম চালুর নির্দেশ দেওয়া হবে। এই পদ্ধতিটি আগামী ১২ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা। কিন্তু বিটিআরসির সিদ্ধান্ত কার্যকর হওয়ার মাত্র তিন দিন আগে রোববার হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী মোমিনুল ইসলাম চৌধুরী। রিট আবেদনে বিটিআরসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা হয়।
আদালতে শুনানি করেন রিটকারী পক্ষে আইনজীবী অনীক রুশদ হক ও ইমরুল কায়েস এবং সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র সরকার।
রিটকারীর আইনজীবী অনীক রুশদ হক বলেন, রিটকারী মোমিনুল ইসলাম ৬ মাস আগে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেও তা পাননি। জাতীয় পরিচয়পত্র আইন অনুসারে পরিপূর্ণ জাতীয় ডাটাবেজ তৈরি হওয়ার পূর্বে তাকে বাধ্যতামূলক করে কোনো নাগরিককে কোনো সেবা থেকে বঞ্চিত করা যাবে না। কিন্তু বিটিআরসি বিকল্প ব্যবস্থা না রেখেই শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে মোবাইল সিম ক্রয়ের সার্কুলার জারি করেছে। এর ফলে যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা মোবাইল সার্ভিসের সেবা থেকে বঞ্চিত হবেন।
Post a Comment