(প্রিয় টেক) গ্রামীণফোন সম্প্রতি কানেক্টেড ওয়ার্ল্ড ফোরামে তার এসএমএস ভিত্তিক “মোবাইল হেলথ টিপস” সেবার জন্য সম্মানজনক কানেক্টেড ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড পেয়েছে। গত ২০ নভেম্বর, দুবাই এ অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জুরিদের রায় ও ইন্টারনেট ভোটে “ইনোভেশন ইন মোবাইল ভিএএস” বিভাগে গ্রামীণফোন বিজয়ী হয়।

বিভিন্ন দেশের ৬৭টি অপারেটর এর সাথে প্রতিযোগিতা করে গ্রামীণফোন “ইনোভেশন ইন মোবাইল ভিএএস” বিভাগে চূড়ান্ত মনোনয়ন পায়। এই বিভাগে অন্যান্য চূড়ান্ত প্রতিযোগীরা ছিল অ্যাসটিউট সিস্টেমস টেকনোলজি লি:, ডাটাডাইন, স্পেকট্রাম মোবাইল লি: এবং ইয়ো উগান্ডা লিমিটেড।


কানেক্টেড ওয়ার্ল্ড ফোরাম বিশ্বে মোবাইল ভিএএস বিষয়ক নেতৃস্থানীয় অনুষ্ঠান। এই ফোরামে মোবাইল মানি, মোবাইল হেলথ, মোবাইল এডুকেশন, মোবাইল এগ্রিকালচার এবং অন্যান্য মোবাইল লাইফলাইন সার্ভিস নিয়ে নতুন নতুন সেবা বিশ্বের কাছে তুলে ধরা হয়।
গ্রামীণফোন গত ফেব্রুয়ারি ২০১২তে তার প্রখ্যাত হেলথলাইন সেবার সম্প্রসারণে এসএমএস ভিত্তিক “মোবাইল হেলথ টিপস” সেবা চালু করে। গ্রাহকরা এই এসএমএস ভিত্তিক স্বাস্থ্য সচেতনতামূলক সেবা ব্যবহার করছেন এবং চালু হবার সাত মাসের মধ্যেই এর গ্রাহক সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে।

- Copyright © 2013 telecom bd - Metrominimalist - Powered by Blogger - Designed by Johanes Djogan | Distributed by Rocking Templates -