বরিশালসহ দক্ষিণাঞ্চলে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের গ্রাহক সেবা নেই বললেই চলে। রোববার রাত থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত সমগ্র দক্ষিণাঞ্চলে টেলিটকের নেটওয়ার্ক ছিল না। ফলে লক্ষাধিক গ্রাহক সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, নেটওয়ার্ক সচল থাকলেও টেলিটকের বিটিএসগুলোর বেশীরভাগ জায়গায় ব্যাটারিসহ অন্য যন্ত্রাংশ দুর্বল হয়ে পড়ে। মাঝে মাঝেই বিভিন্ন এলাকায় এমন সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তারা।
তাছাড়া অক্টোবরের থ্রিজি চালু হওয়ার পর থেকে টেলিটকের টুজি গ্রাহকদের ভোগান্তি বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

- Copyright © 2013 telecom bd - Metrominimalist - Powered by Blogger - Designed by Johanes Djogan | Distributed by Rocking Templates -