এশিয়া এবং আফ্রিকার ১৯টি দেশের অন্যতম প্রধান টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল এয়ারটেলের বাংলাদেশের গ্রাহকেরা ইন্টারনেট ব্যবহার করা ছাড়াই এখন সহজে এসএমএস এর মাধ্যমে উইকিপিডিয়া থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন।

মঙ্গলবার বাংলাদেশের গ্রাহকদের জন্য এসএমএস এর মাধ্যমে উইকিপিডিয়া থেকে তথ্য সংগ্রহের সুবিধা চালু করেছে এয়ারটেল।

শুধুমাত্র এয়ারটেলের ৫০ লক্ষাধিক গ্রাহক এই সুবিধা উপভোগ করতে পারবেন।

এই অভিনব সেবাটির সম্পর্কে এয়ারটেলের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর ক্রিস টবিটবলেন, তথ্যই বর্তমান বিশ্বের সর্বক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ৫০ লক্ষাধিক গ্রাহকদের জন্য এরকম এসএসএম ভিত্তিক অভিনব সেবার প্রচলন করতে পেরে আমরা বেশ আনন্দিত এবং দিনের যেকোন সময়ে এই সেবাটি গ্রাহকেরা ব্যবহার করতে পারবেন।

তিনি আরও জানান, আগামীতে এয়ারটেল গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নয়ন করার প্রতিশ্রুতি রক্ষায় প্রতিনিয়ত এরকম অভিনব সেবা প্রদানের আশা রাখছি আমরা।

উইকিপিডিয়া থেকে যেকোনও তথ্য সংগ্রহ করতে মোবাইল অপশনে গিয়ে টাইপ করুন ‘উইকি’ স্পেস দিয়ে ‘কি ওয়ার্ড’ লিখে ৫৩৫৩ নম্বরে এসএমএস করতে হবে। আর এর ভিত্তিতে উইকিপিডয়া থেকে সংগ্রহকৃত তথ্য গ্রাহকেরা একটি ফিরতি এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবেন।

যেমন উইকি স্পেস ঢাকা লিখে ৫৩৫৩ নম্বরে এসএমএস করলে এয়ারটেল গ্রাহকেরা ঢাকা শহরের উপরের ৩০০ শব্দের তথ্য পেয়ে যাবেন।

- Copyright © 2013 telecom bd - Metrominimalist - Powered by Blogger - Designed by Johanes Djogan | Distributed by Rocking Templates -