বাংলালিংক ও জীবন বীমা করপোরেশন (জেবিসি) মোবাইল ফোনভিত্তিক ইলেক্ট্রনিক ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেমেন্ট সার্ভিস বা জীবন বীমার প্রিমিয়াম প্রদান সেবা চালু করেছে। জেবিসির সব পলিসি হোল্ডারদের জন্য চালু করা নতুন সেবাটির নাম দেয়া হয়েছে ‘বাংলালিংক মোবাইল ক্যাশ ইন্স্যুরেন্স পে’। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। এ সময় উপস্থিত ছিলেন জীবন বীমা করপোরেশনের (জেবিসি) চেয়ারম্যান ও পরিচালক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন ও জেবিসির ব্যবস্থাপনা পরিচালক পরীক্ষিত দত্ত চৌধুরী, বাংলালিংকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সিএফও মোহামেদ ওসমান প্রমুখ। ‘বাংলালিংক মোবাইল ক্যাশ ইন্স্যুরেন্স পে’ শীর্ষক এই সেবার আওতায় সারা দেশব্যাপী জীবন বীমা করপোরেশনের (জেবিসি) সব পলিসি হোল্ডার নিজ নিজ মোবাইল ফোন অথবা বাংলালিংক ক্যাশ পয়েন্ট লেখা আউটলেটসমূহের মাধ্যমে তাদের জীবন বীমার প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন। অন্যদিকে বাংলালিংকের গ্রাহকরাও তাদের মোবাইল ওয়ালেট ব্যালেন্স ব্যবহার করে নিজস্ব মোবাইল ফোনের মাধ্যমে জীবন বীমার প্রিমিয়াম জমা দিতে পারবেন। এছাড়াও গ্রাহকরা তাদের জীবন বীমা পলিসি সিডিউলের প্রিন্ট কপি নিয়ে যে কোন বাংলালিংক মোবাইল ক্যাশ পয়েন্ট লেখা খুচরা আউটলেটসমূহে গিয়ে প্রিমিয়াম পরিশোধ ও টাকার রশিদ সংগ্রহ করতে পারবেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়েছে। দেশে এখন ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম চালু হয়েছে। ল্যাপটপ তৈরি হয়েছে। সামনে আমরা স্মার্টফোন তৈরি করবো, যাতে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন সেবা উপভোগ করা যাবে।

- Copyright © 2013 telecom bd - Metrominimalist - Powered by Blogger - Designed by Johanes Djogan | Distributed by Rocking Templates -